ভারতের শতাধিক জেলেকে মুক্তি দেবে পাকিস্তান
পাকিস্তানে আটক ভারতীয় শতাধিক জেলেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বিশেষ মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একজন মুখপাত্র। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর বৈরী প্রতিবেশী দেশ প্রায়ই আরব সাগরের সীমা লঙ্ঘনের অভিযোগে প্রতিপক্ষ দেশের জেলেদের আটক করে নিয়ে যায়।
পাকিস্তান সরকারের মুখপাত্র আরও জানান, মানবিক কারণেই পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক ভারতীয় শতাধিক জেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। এখন তারা এই জেলেদের ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে পাকিস্তান জানিয়েছে, এক হিসাবমতে, ভারতের কারাগারে প্রায় ২০০ পাকিস্তানি জেলে আটক রয়েছেন। অপরদিকে পাকিস্তানের কারাগারে পাঁচ শতাধিক ভারতীয় জেলে আটক থাকার অভিযোগ করেছে নয়াদিল্লি।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অভিযোগ করেছেন, ভারত ওই জেলেদের দেশে ফিরিয়ে নিতে সহযোগিতা করছে না। করাচি কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট শাকির শাহ বলেন, ২৪ ডিসেম্বরের মধ্যে ওই জেলেদের দেশে ফিরিয়ে নিতে ভারতকে বলা হয়েছিল। কিন্তু তারা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারেনি। জেলেদের ফিরিয়ে নিতে নতুন একটি তারিখ ঠিক করতে হবে।
গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ থাকার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল পর্যায়ে রয়েছে।
পাকিস্তান সরকারের মুখপাত্র আরও জানান, মানবিক কারণেই পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক ভারতীয় শতাধিক জেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। এখন তারা এই জেলেদের ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে পাকিস্তান জানিয়েছে, এক হিসাবমতে, ভারতের কারাগারে প্রায় ২০০ পাকিস্তানি জেলে আটক রয়েছেন। অপরদিকে পাকিস্তানের কারাগারে পাঁচ শতাধিক ভারতীয় জেলে আটক থাকার অভিযোগ করেছে নয়াদিল্লি।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অভিযোগ করেছেন, ভারত ওই জেলেদের দেশে ফিরিয়ে নিতে সহযোগিতা করছে না। করাচি কারাগারের ডেপুটি সুপারিনটেনডেন্ট শাকির শাহ বলেন, ২৪ ডিসেম্বরের মধ্যে ওই জেলেদের দেশে ফিরিয়ে নিতে ভারতকে বলা হয়েছিল। কিন্তু তারা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারেনি। জেলেদের ফিরিয়ে নিতে নতুন একটি তারিখ ঠিক করতে হবে।
গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ থাকার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ শীতল পর্যায়ে রয়েছে।
No comments