এক ‘বুসবি বেবের’ চলে যাওয়া
১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারি বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় অ্যালবার্ট স্ক্যানলন ৭৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন গতকাল।
১৯৫৪ সালে ১৯ বছর বয়সে প্রবাদপ্রতিম ম্যানেজার ম্যাট বুসবির তত্ত্বাবধানে ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক হয়েছিল স্ক্যানলনের। বুসবির যুব প্রকল্প থেকে মূল দলে এসেছিলেন বলে অন্যদের মতো তাঁকেও ডাকা হতো ‘বুসবি বেবস’ বলে। ১৯৫৮ সালে জার্মানি থেকে ইউরোপিয়ান কাপের ম্যাচ খেলে ফেরার সময় বিমান দুর্ঘটনায় আহত হয়েছিলেন স্ক্যানলন, যে দুর্ঘটনায় ৮ জন খেলোয়াড়ের সঙ্গে নিহত হন ৩ জন কর্মকর্তা। পা ভেঙে গিয়েছিল, আঘাত পেয়েছিলেন মাথায়ও। তবে সেরে উঠে পরের বছর আবার খেলেছেন ম্যানইউর হয়ে, মোট ম্যাচ খেলেছেন ১২৭টি, আর তাতে তাঁর গোল ছিল ৩৫টি।
১৯৫৪ সালে ১৯ বছর বয়সে প্রবাদপ্রতিম ম্যানেজার ম্যাট বুসবির তত্ত্বাবধানে ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক হয়েছিল স্ক্যানলনের। বুসবির যুব প্রকল্প থেকে মূল দলে এসেছিলেন বলে অন্যদের মতো তাঁকেও ডাকা হতো ‘বুসবি বেবস’ বলে। ১৯৫৮ সালে জার্মানি থেকে ইউরোপিয়ান কাপের ম্যাচ খেলে ফেরার সময় বিমান দুর্ঘটনায় আহত হয়েছিলেন স্ক্যানলন, যে দুর্ঘটনায় ৮ জন খেলোয়াড়ের সঙ্গে নিহত হন ৩ জন কর্মকর্তা। পা ভেঙে গিয়েছিল, আঘাত পেয়েছিলেন মাথায়ও। তবে সেরে উঠে পরের বছর আবার খেলেছেন ম্যানইউর হয়ে, মোট ম্যাচ খেলেছেন ১২৭টি, আর তাতে তাঁর গোল ছিল ৩৫টি।
No comments