উত্তর কোরীয় বিমানটি শ্রীলঙ্কা যাচ্ছিল! -থাই কর্তৃপক্ষের দাবি
থাইল্যান্ডে আটক অস্ত্রবোঝাই উত্তর কোরীয় বিমানটি ইরান যাচ্ছিল—এমন খবর নাকচ করে দিয়েছে থাই কর্তৃপক্ষ। এদিকে, আসামিপক্ষের আইনজীবীর দাবি, বিমানটি শ্রীলঙ্কা যাচ্ছিল। খবর এপির।
থাইল্যান্ডের অপরাধ দমন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্নেল সুপিসরন ভাদিনারিনাথ বলেন, অস্ত্রবাহী বিমানটি ইরান যাচ্ছিল—এমন কোনো তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।
বিমানটি জ্বালানি ভরার জন্য ১২ ডিসেম্বর ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই দিনই গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ টন অস্ত্র উদ্ধার এবং বিমানচালক ও চার ক্রুকে গ্রেপ্তার করে থাই কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের অপরাধ দমন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্নেল সুপিসরন ভাদিনারিনাথ বলেন, অস্ত্রবাহী বিমানটি ইরান যাচ্ছিল—এমন কোনো তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।
বিমানটি জ্বালানি ভরার জন্য ১২ ডিসেম্বর ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই দিনই গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ টন অস্ত্র উদ্ধার এবং বিমানচালক ও চার ক্রুকে গ্রেপ্তার করে থাই কর্তৃপক্ষ।
No comments