ক্যালিফোর্নিয়ায় হাজতিদের অনশন
অমানুষিক অবস্থা থেকে মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কয়েকটি কারাগারের সহস্রাধিক হাজতি গত ২৬ সেপ্টেম্বর থেকে অনশন করছেন।
ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর আটটি কারাগারে চার হাজার ২০০ জনের বেশি হাজতি অনশন করলেও তা কমে গত মঙ্গলবার চারটি কারাগারের এক হাজার ১৮৬ জন হাজতি অনশন করেন।
তবে হাজতিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনটি বলছে, অনশনে অংশ নেওয়া হাজতির সংখ্যা আরও বেশি হবে। আটটি কারাগারের প্রায় ১২ হাজার হাজতি খাবার না খেয়ে অনশনে অংশ নিচ্ছেন।
অনশনকারীদের পাঁচটি দাবির মধ্যে রয়েছে দলীয় শাস্তি বন্ধ করা, পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার দেওয়া।
বর্তমানের এই অনশন গত জুলাইয়ে উত্তর ক্যালিফোর্নিয়ার পেলিকান বে স্টেট কারাগার থেকে শুরু হয়। কারা কর্মকর্তারা হাজতিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে জুলাই মাসের শেষের দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গত ২৬ সেপ্টেম্বর থেকে আবার অনশন শুরু হয় এবং তা রাজ্যের অন্যান্য কারাগারেও ছড়িয়ে পড়ে।
ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর আটটি কারাগারে চার হাজার ২০০ জনের বেশি হাজতি অনশন করলেও তা কমে গত মঙ্গলবার চারটি কারাগারের এক হাজার ১৮৬ জন হাজতি অনশন করেন।
তবে হাজতিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনটি বলছে, অনশনে অংশ নেওয়া হাজতির সংখ্যা আরও বেশি হবে। আটটি কারাগারের প্রায় ১২ হাজার হাজতি খাবার না খেয়ে অনশনে অংশ নিচ্ছেন।
অনশনকারীদের পাঁচটি দাবির মধ্যে রয়েছে দলীয় শাস্তি বন্ধ করা, পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার দেওয়া।
বর্তমানের এই অনশন গত জুলাইয়ে উত্তর ক্যালিফোর্নিয়ার পেলিকান বে স্টেট কারাগার থেকে শুরু হয়। কারা কর্মকর্তারা হাজতিদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে জুলাই মাসের শেষের দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু দাবি পূরণ না হওয়ায় গত ২৬ সেপ্টেম্বর থেকে আবার অনশন শুরু হয় এবং তা রাজ্যের অন্যান্য কারাগারেও ছড়িয়ে পড়ে।
No comments