শর্তের ভিত্তিতে অস্ত্রবিরতিতে রাজি মাওবাদীরা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাওবাদীরা শর্তের ভিত্তিতে এক মাসের অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। গত মঙ্গলবার মাওবাদীদের এক বিবৃতিতে বলা হয়, সরকার যৌথ বাহিনী ও রাজ্য পুলিশের তৎপরতা নিয়ন্ত্রণ করলে এক মাস অস্ত্রবিরতি পালন করবে তারা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৫ সেপ্টেম্বর মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের কড়া হুঁশিয়ারি দেন। এর আগে অন্তত চার মাস ধরে তিনি মাওবাদীদের সহিংসতা বন্ধে সতর্ক করে আসছিলেন।
বিবৃতিতে মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের সই ছিল। বিবৃতিতে বলা হয়, ‘আমরা শান্তির পক্ষে। যদি রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে যৌথ অভিযান এক মাসের জন্য বন্ধ রাখার অঙ্গীকার করে, তাহলে ওই সময় আমরাও অস্ত্রবিরতি পালন করব।’ মাওবাদী ও সরকারের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী ইতিহাসবিদ সুজাতো ভদ্র এবং মানবাধিকারকর্মী ছোটন দাসও ওই বিবৃতিতে সই করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৫ সেপ্টেম্বর মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের কড়া হুঁশিয়ারি দেন। এর আগে অন্তত চার মাস ধরে তিনি মাওবাদীদের সহিংসতা বন্ধে সতর্ক করে আসছিলেন।
বিবৃতিতে মাওবাদী নেতা অসীম মণ্ডল ওরফে আকাশের সই ছিল। বিবৃতিতে বলা হয়, ‘আমরা শান্তির পক্ষে। যদি রাজ্য সরকার আমাদের বিরুদ্ধে যৌথ অভিযান এক মাসের জন্য বন্ধ রাখার অঙ্গীকার করে, তাহলে ওই সময় আমরাও অস্ত্রবিরতি পালন করব।’ মাওবাদী ও সরকারের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী ইতিহাসবিদ সুজাতো ভদ্র এবং মানবাধিকারকর্মী ছোটন দাসও ওই বিবৃতিতে সই করেন।
No comments