সোমালিয়ায় আরও হামলা চালানোর অঙ্গীকার শাবাবের
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গত মঙ্গলবার আত্মঘাতী গাড়িবোমা হামলার পর আরও হামলা চালানোর অঙ্গীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। গতকাল বুধবার শাবাবের মুখপাত্র আলী মোহাম্মদ রাগে তাঁদের নিয়ন্ত্রিত বেতার আল-আন্দালুসে এ কথা বলেন।
আলী মোহাম্মদ বলেন, ‘আমরা অঙ্গীকার করছি, শত্রুর বিরুদ্ধে নিয়মিত ও আরও বেশি হামলা চালানো হবে এবং দিন দিন এই হামলা বাড়বে।’
গত মঙ্গলবার এক হামলাকারী মোগাদিসুতে মন্ত্রণালয়ের ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। এতে অন্তত ৭০ জন নিহত হয়। জখম হয় শতাধিক। শক্তিশালী বোমার বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হয়।
২০০৭ সালে পশ্চিমা-সমর্থিত ট্রানজিশনাল ফেডারেল সরকারের (টিএফজি) বিরুদ্ধে শাবাবের রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনার পর থেকে মঙ্গলবারের হামলা সবচেয়ে ভয়াবহ। গত আগস্টে মোগাদিসু থেকে শাবাবের পিছু হটার পর এটি ছিল প্রথম হামলা। শাবাব বলছে, তারা সামরিক কৌশল পরিবর্তন করেছে।
আলী মোহাম্মদ বলেন, ‘আমরা অঙ্গীকার করছি, শত্রুর বিরুদ্ধে নিয়মিত ও আরও বেশি হামলা চালানো হবে এবং দিন দিন এই হামলা বাড়বে।’
গত মঙ্গলবার এক হামলাকারী মোগাদিসুতে মন্ত্রণালয়ের ফটকে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। এতে অন্তত ৭০ জন নিহত হয়। জখম হয় শতাধিক। শক্তিশালী বোমার বিস্ফোরণে ভবন ক্ষতিগ্রস্ত হয়।
২০০৭ সালে পশ্চিমা-সমর্থিত ট্রানজিশনাল ফেডারেল সরকারের (টিএফজি) বিরুদ্ধে শাবাবের রক্তক্ষয়ী সংঘর্ষের সূচনার পর থেকে মঙ্গলবারের হামলা সবচেয়ে ভয়াবহ। গত আগস্টে মোগাদিসু থেকে শাবাবের পিছু হটার পর এটি ছিল প্রথম হামলা। শাবাব বলছে, তারা সামরিক কৌশল পরিবর্তন করেছে।
No comments