সবাইকে ছাড়িয়ে বেকহাম
ব্রিটিশ ফুটবল খেলোয়াড়, কোচ, মালিক এবং ব্রিটিশ ফুটবলের সঙ্গে যুক্ত বিদেশিদের মধ্যে সবচেয়ে ধনী কারা? উত্তরটা খুঁজে বের করেছে ফোরফোরটু ম্যাগাজিন। তাদের এক জরিপ জানাচ্ছে, ফুটবলারদের মধ্যে সবার ওপরে ডেভিড বেকহাম। যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সিতে খেলছেন বেকহাম, সেখানে বছরে তাঁর আয় বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার কোটি টাকা (১৩৫ মিলিয়ন পাউন্ড)। ওয়েবসাইট।
পরের জায়গাটি মাইকেল ওয়েনের, চোটের কারণে বারবার মাঠের বাইরে থাকারই যাঁর নিয়তি বলে ধরা হয়। এরপর একে একে রিও ফার্ডিনান্ড, রায়ান গিগস ও ওয়েইন রুনি। ছয়ে লিভারপুল তারকা স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডে বাইরের ফুটবলারদের মধ্যে দিদিয়ের দ্রগবা আছেন শীর্ষে, সব মিলিয়ে তালিকার নয়ে। বছরে প্রায় আড়াই শ কোটি টাকা আয় আইভরিকোস্ট তারকার। কোচদের মধ্যে এক নম্বর জায়গাটা ফ্যাবিও ক্যাপেলোর।
পরের জায়গাটি মাইকেল ওয়েনের, চোটের কারণে বারবার মাঠের বাইরে থাকারই যাঁর নিয়তি বলে ধরা হয়। এরপর একে একে রিও ফার্ডিনান্ড, রায়ান গিগস ও ওয়েইন রুনি। ছয়ে লিভারপুল তারকা স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডে বাইরের ফুটবলারদের মধ্যে দিদিয়ের দ্রগবা আছেন শীর্ষে, সব মিলিয়ে তালিকার নয়ে। বছরে প্রায় আড়াই শ কোটি টাকা আয় আইভরিকোস্ট তারকার। কোচদের মধ্যে এক নম্বর জায়গাটা ফ্যাবিও ক্যাপেলোর।
No comments