গ্রিসে ব্যয়-সংকোচন পরিকল্পনার প্রতিবাদে ধর্মঘট ও বিক্ষোভ
গ্রিসে সরকারের ব্যয়-সংকোচন পরিকল্পনার প্রতিবাদে গতকাল বুধবার সরকারি কর্মচারীরা ধর্মঘট পালন করেছেন। এতে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ধর্মঘট চলাকালে রাজধানী এথেন্সে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।
ধর্মঘটের কারণে গ্রিসে গতকাল বিমান ও ট্রেন চলাচল বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলেনি। হাসপাতালগুলোতে কেবল জরুরি বিভাগ খোলা ছিল। ধর্মঘটের সমর্থনে এথেন্সে বিক্ষোভ হয়েছে। এতে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
গ্রিসে এখন ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছে। রাষ্ট্রীয় ঋণখেলাপির দায় এড়াতে ব্যয়হ্রাসের চেষ্টা করছে সরকার। এ কারণে ‘লেবার রিজার্ভ’ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, দেশটির ৩০ হাজার সরকারি কর্মচারীকে ‘লেবার রিজার্ভে’ রাখা হবে। সরকারের এ পরিকল্পনার প্রতিবাদে সরকারি কর্মচারীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।
গ্রিসের প্রধান ইউনিয়ন জিএসইই ধর্মঘটকে সমর্থন দিয়েছে। তারা ১৯ অক্টোবর দেশে ধর্মঘট কর্মসূচি পালন করবে।
ধর্মঘটের কারণে গ্রিসে গতকাল বিমান ও ট্রেন চলাচল বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলেনি। হাসপাতালগুলোতে কেবল জরুরি বিভাগ খোলা ছিল। ধর্মঘটের সমর্থনে এথেন্সে বিক্ষোভ হয়েছে। এতে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী অংশ নেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
গ্রিসে এখন ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছে। রাষ্ট্রীয় ঋণখেলাপির দায় এড়াতে ব্যয়হ্রাসের চেষ্টা করছে সরকার। এ কারণে ‘লেবার রিজার্ভ’ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, দেশটির ৩০ হাজার সরকারি কর্মচারীকে ‘লেবার রিজার্ভে’ রাখা হবে। সরকারের এ পরিকল্পনার প্রতিবাদে সরকারি কর্মচারীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন।
গ্রিসের প্রধান ইউনিয়ন জিএসইই ধর্মঘটকে সমর্থন দিয়েছে। তারা ১৯ অক্টোবর দেশে ধর্মঘট কর্মসূচি পালন করবে।
No comments