ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট পেরেজের দেহাবশেষ
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রে পেরেজের দেহাবশেষ গত মঙ্গলবার রাতে রাজধানী কারাকাসে পৌঁছেছে। গত ডিসেম্বরে ৮৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তিনি মারা যান। পরে তাঁকে ফ্লোরিডায় সমাহিত করা হয়।
পেরেজের স্ত্রী ব্লাঙ্কা রদ্রিগুয়েজ ও তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী সেসিলিয়া ম্যাটোসের মধ্যে আইনি লড়াইয়ের জের ধরে দেহাবশেষ কবর থেকে তোলা হয়।
মঙ্গলবার রাতে কারাকাসে পেরেজের দেহাবশেষ নিয়ে বিমানটি অবতরণ করলে তাঁর ভক্ত ও স্বজনেরা জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার পেরেজের দেহাবশেষ সমাহিত করার কথা।
সাবেক প্রেসিডেন্টের দল ডেমোক্রেটিক অ্যাকশন মুভমেন্টের প্রধান হেনরি রামোস আলুপ বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। অনেক দেনদরবারের পর প্রেসিডেন্ট অবশেষে তাঁর নিজ দেশের মাটিতে বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেন।’
পেরেজ প্রথমবার ১৯৭৪-৭৯ মেয়াদে দেশের প্রেসিডেন্ট ছিলেন। পরে ১৯৮৯-৯৩ মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মৃত্যুর পর পেরেজের মরদেহ সমাহিত করা নিয়ে স্ত্রী রদ্রিগুয়েজ ও সঙ্গিনী ম্যাটোসের মধ্যে আইনি লড়াই শুরু হয়।
রদ্রিগুয়েজ তাঁর স্বামীকে দেশের মাটিতে চাইছিলেন, কিন্তু ম্যাটোস দাবি করেন, হুগো চাভেজ ক্ষমতায় থাকা অবস্থায় পেরেজ দেশে ফিরতে চাননি।
পেরেজের স্ত্রী ব্লাঙ্কা রদ্রিগুয়েজ ও তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী সেসিলিয়া ম্যাটোসের মধ্যে আইনি লড়াইয়ের জের ধরে দেহাবশেষ কবর থেকে তোলা হয়।
মঙ্গলবার রাতে কারাকাসে পেরেজের দেহাবশেষ নিয়ে বিমানটি অবতরণ করলে তাঁর ভক্ত ও স্বজনেরা জাতীয় পতাকায় মোড়ানো কফিন গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার পেরেজের দেহাবশেষ সমাহিত করার কথা।
সাবেক প্রেসিডেন্টের দল ডেমোক্রেটিক অ্যাকশন মুভমেন্টের প্রধান হেনরি রামোস আলুপ বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। অনেক দেনদরবারের পর প্রেসিডেন্ট অবশেষে তাঁর নিজ দেশের মাটিতে বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেন।’
পেরেজ প্রথমবার ১৯৭৪-৭৯ মেয়াদে দেশের প্রেসিডেন্ট ছিলেন। পরে ১৯৮৯-৯৩ মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
মৃত্যুর পর পেরেজের মরদেহ সমাহিত করা নিয়ে স্ত্রী রদ্রিগুয়েজ ও সঙ্গিনী ম্যাটোসের মধ্যে আইনি লড়াই শুরু হয়।
রদ্রিগুয়েজ তাঁর স্বামীকে দেশের মাটিতে চাইছিলেন, কিন্তু ম্যাটোস দাবি করেন, হুগো চাভেজ ক্ষমতায় থাকা অবস্থায় পেরেজ দেশে ফিরতে চাননি।
No comments