দুই বছরের চুক্তিতে বিয়ে ঠিকঠাক চললে নবায়ন
বাঁচব একসঙ্গে, মরব একসঙ্গে। আমৃত্যু জীবনসঙ্গী হওয়ার এমন আকাঙ্ক্ষায় বিয়ের পিঁড়িতে বসেন নারী-পুরুষ। তাঁদের কেউ কেউ পরম আনন্দে জীবন কাটান। আবার কারও কারও জীবন হয়ে ওঠে দুর্বিষহ। দাম্পত্য জীবন কাটে রোজকার খিটিমিটি আর ঝগড়াবিবাদে। মনে হতে থাকে জীবনের সবকিছুই ভুল।
তিক্ততায় ভরা জীবন থেকে দম্পতিদের বাঁচাতে চান মেক্সিকো সিটির এক আইনপ্রণেতা। বামপন্থী দল ডেমোক্রেটিক রেভ্যুলেশনের নেতা লিওনেল লুনা বিবাহ বিচ্ছেদের পথটিকে সহজ করতে চান। গত সপ্তাহে মেক্সিকো সিটির আইনসভায় এ জন্য একটি বিল উত্থাপন করেছেন তিনি।
‘দুই বছরের বিবাহ চুক্তি’ নামে ওই বিলে প্রস্তাব করা হয়েছে, বিয়ে হবে দুই বছরের জন্য। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে চুক্তি নবায়ন হবে, অন্যথায় নয়।
লুনার যুক্তি, মেক্সিকো সিটিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া দম্পতিদের মধ্যে ৫০ শতাংশেরই বিচ্ছেদ হয়। আর বিচ্ছেদের জন্য আইনি ঝামেলায় জেরবার হতে হয় দম্পতিদের। লুনা বলেন, এ বাস্তবতায় তিনি এ রকম একটি বিল উত্থাপন করেছেন। তিনি বলেন, যেহেতু বেশির ভাগ ক্ষেত্রেই দম্পতিদের বিচ্ছেদ হচ্ছে তাই দরকার হলো, সেই বিচ্ছেদ হওয়ার আইনি পথটাকে সহজ করে তোলা।
আইনপ্রণেতা লুনা মনে করেন ‘দুই বছরের বিবাহ চুক্তি’ বিল পাস হলে দম্পতিদের আইনি ঝামেলা অনেক কমে যাবে। তিনি বলেন, গত দুই বছরে মেক্সিকো সিটিতে ৩৩ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর তাঁদের মধ্যে ১৬ হাজার দম্পতি বিচ্ছেদের আবেদন করেছেন। এ জন্য এসব দম্পতির খরচ হয়েছে সাড়ে তিন হাজার মার্কিন ডলার। এর মধ্যে আইনি লড়াইয়ের জন্য দম্পতিদের এক থেকে দেড় হাজার ডলার করে ফি দিতে হয়েছে। বাকিটা অন্যান্য আইনি প্রক্রিয়ায় খরচ হয়েছে।
লুনার উত্থাপিত বিলে বলা হয়, কোনো দম্পতি প্রথমে দুই বছরের চুক্তিতে বিয়ে করবেন। একবার দুই বছরের মেয়াদ শেষ হলে তাঁরা সেই চুক্তি আবার নবায়ন করতে পারবেন। চুক্তিতে তাঁদের সম্পত্তি ও অর্থ ভাগ করার প্রক্রিয়াও উল্লেখ থাকবে। এমনকি সন্তান থাকলে কার হেফাজতে থাকবে, সেটাও ঠিক করা হবে। তিন সপ্তাহ পরে আইনসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বিলটি পাস হয় তাহলে মেক্সিকো সিটিতে যাঁরা বিয়ে করেছেন শুধু তাঁদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।
নতুন এই বিল সম্পর্কে মেক্সিকো সিটির বাসিন্দা জর্জ পেরেজ বলেন, এই বিলটি অনেক দম্পতির কাজে আসবে। এতে করে দুই বছর পরে দম্পতিরা একবার ভাবার সুযোগ পাবেন। চাইলে তাঁরা এ সময় ভুল শুধরে নেওয়ারও চেষ্টা করতে পারেন।
তবে আরেক বাসিন্দা এনজেলিকা সিসার বিলটির বিরোধিতা করে বলেন, বিয়েটা দুই বছর নয়, হতে হবে সারা জীবনের জন্য।
ব্রাজিলের পরে মেক্সিকোতেই সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অনেকে ভাবছে, বিলটি মেক্সিকোর মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে যেতে পারে। তবে মেক্সিকো সিটির চিত্রটা ভিন্ন। সেখানকার বাসিন্দারা অপেক্ষাকৃত কম রক্ষণশীল। তাঁদের অনেকেই দুই বছরের চুক্তিতে বিয়ের পক্ষে।
আইনপ্রণেতা লুনা বলেন, ৬৬ জন আইনপ্রণেতার মধ্যে ৩৪ জনই বামপন্থী। তাঁরা সবাই বিলের পক্ষে ভোট দেবেন। অন্যদের কাছ থেকে তিনি আরও সমর্থন আদায়ের চেষ্টা চলছে।
তিক্ততায় ভরা জীবন থেকে দম্পতিদের বাঁচাতে চান মেক্সিকো সিটির এক আইনপ্রণেতা। বামপন্থী দল ডেমোক্রেটিক রেভ্যুলেশনের নেতা লিওনেল লুনা বিবাহ বিচ্ছেদের পথটিকে সহজ করতে চান। গত সপ্তাহে মেক্সিকো সিটির আইনসভায় এ জন্য একটি বিল উত্থাপন করেছেন তিনি।
‘দুই বছরের বিবাহ চুক্তি’ নামে ওই বিলে প্রস্তাব করা হয়েছে, বিয়ে হবে দুই বছরের জন্য। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে চুক্তি নবায়ন হবে, অন্যথায় নয়।
লুনার যুক্তি, মেক্সিকো সিটিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া দম্পতিদের মধ্যে ৫০ শতাংশেরই বিচ্ছেদ হয়। আর বিচ্ছেদের জন্য আইনি ঝামেলায় জেরবার হতে হয় দম্পতিদের। লুনা বলেন, এ বাস্তবতায় তিনি এ রকম একটি বিল উত্থাপন করেছেন। তিনি বলেন, যেহেতু বেশির ভাগ ক্ষেত্রেই দম্পতিদের বিচ্ছেদ হচ্ছে তাই দরকার হলো, সেই বিচ্ছেদ হওয়ার আইনি পথটাকে সহজ করে তোলা।
আইনপ্রণেতা লুনা মনে করেন ‘দুই বছরের বিবাহ চুক্তি’ বিল পাস হলে দম্পতিদের আইনি ঝামেলা অনেক কমে যাবে। তিনি বলেন, গত দুই বছরে মেক্সিকো সিটিতে ৩৩ হাজার দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর তাঁদের মধ্যে ১৬ হাজার দম্পতি বিচ্ছেদের আবেদন করেছেন। এ জন্য এসব দম্পতির খরচ হয়েছে সাড়ে তিন হাজার মার্কিন ডলার। এর মধ্যে আইনি লড়াইয়ের জন্য দম্পতিদের এক থেকে দেড় হাজার ডলার করে ফি দিতে হয়েছে। বাকিটা অন্যান্য আইনি প্রক্রিয়ায় খরচ হয়েছে।
লুনার উত্থাপিত বিলে বলা হয়, কোনো দম্পতি প্রথমে দুই বছরের চুক্তিতে বিয়ে করবেন। একবার দুই বছরের মেয়াদ শেষ হলে তাঁরা সেই চুক্তি আবার নবায়ন করতে পারবেন। চুক্তিতে তাঁদের সম্পত্তি ও অর্থ ভাগ করার প্রক্রিয়াও উল্লেখ থাকবে। এমনকি সন্তান থাকলে কার হেফাজতে থাকবে, সেটাও ঠিক করা হবে। তিন সপ্তাহ পরে আইনসভায় বিলটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বিলটি পাস হয় তাহলে মেক্সিকো সিটিতে যাঁরা বিয়ে করেছেন শুধু তাঁদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে।
নতুন এই বিল সম্পর্কে মেক্সিকো সিটির বাসিন্দা জর্জ পেরেজ বলেন, এই বিলটি অনেক দম্পতির কাজে আসবে। এতে করে দুই বছর পরে দম্পতিরা একবার ভাবার সুযোগ পাবেন। চাইলে তাঁরা এ সময় ভুল শুধরে নেওয়ারও চেষ্টা করতে পারেন।
তবে আরেক বাসিন্দা এনজেলিকা সিসার বিলটির বিরোধিতা করে বলেন, বিয়েটা দুই বছর নয়, হতে হবে সারা জীবনের জন্য।
ব্রাজিলের পরে মেক্সিকোতেই সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে। অনেকে ভাবছে, বিলটি মেক্সিকোর মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে যেতে পারে। তবে মেক্সিকো সিটির চিত্রটা ভিন্ন। সেখানকার বাসিন্দারা অপেক্ষাকৃত কম রক্ষণশীল। তাঁদের অনেকেই দুই বছরের চুক্তিতে বিয়ের পক্ষে।
আইনপ্রণেতা লুনা বলেন, ৬৬ জন আইনপ্রণেতার মধ্যে ৩৪ জনই বামপন্থী। তাঁরা সবাই বিলের পক্ষে ভোট দেবেন। অন্যদের কাছ থেকে তিনি আরও সমর্থন আদায়ের চেষ্টা চলছে।
No comments