আর্জেন্টিনার চেয়ে বার্সা ভালো
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি কেন বার্সেলোনার মতো খেলতে পারেন না? কারণ, আর্জেন্টিনায় বার্সেলোনার মতো সমর্থন পান না মেসি—জানা উত্তরটাই আরেকবার জানিয়ে দিলেন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ। তবে সহজ এই কথাটা বলতে গিয়ে একটা খুব ‘কঠিন’ কথা বলে দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আলভেজের মতে, আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনা ভালো দল।
আলভেজ কথাটা বলেছেন মেসি প্রসঙ্গেই। বার্সেলোনায় মেসিকে অজস্র বল এগিয়ে দেওয়া আলভেজ বলছেন, ‘আমার মনে হয় মেসির আর্জেন্টিনায় কাজটা কঠিন হওয়ার কারণ, বার্সেলোনা ও আর্জেন্টিনা দলের মধ্যে তুলনা চলে না। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এই দু দলের তুলনা হয় না। বার্সেলোনায় ও আসলে নিজের মান অনুযায়ী খেলতে পারে।’
আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনা ভালো, এই মন্তব্য এবং আলভেজদের জাতীয়তা—এই দুই যোগ করে তাঁকে আর্জেন্টিনা-বিরোধী ধরে নিতে পারেন কেউ কেউ। তবে ব্রাজিলিয়ান এই তারকা সবকিছুর পরও মেসির মঙ্গল কামনা করেন, মেসির প্রশংসা করেন, ‘ওর তো বয়স অনেক কম। ওকে এখনই কাঁধে পুরো জাতির দায়িত্ব নিয়ে নিতে হচ্ছে। এটা তো অনেক বড় দায়িত্ব। কিন্তু ও খুবই ভালো ছেলে। কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ করে না।’
নিজের নামটা ইতিহাসে লেখাতে চাইলে অভিযোগ করলেও যে চলবে না!
আলভেজ কথাটা বলেছেন মেসি প্রসঙ্গেই। বার্সেলোনায় মেসিকে অজস্র বল এগিয়ে দেওয়া আলভেজ বলছেন, ‘আমার মনে হয় মেসির আর্জেন্টিনায় কাজটা কঠিন হওয়ার কারণ, বার্সেলোনা ও আর্জেন্টিনা দলের মধ্যে তুলনা চলে না। আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এই দু দলের তুলনা হয় না। বার্সেলোনায় ও আসলে নিজের মান অনুযায়ী খেলতে পারে।’
আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনা ভালো, এই মন্তব্য এবং আলভেজদের জাতীয়তা—এই দুই যোগ করে তাঁকে আর্জেন্টিনা-বিরোধী ধরে নিতে পারেন কেউ কেউ। তবে ব্রাজিলিয়ান এই তারকা সবকিছুর পরও মেসির মঙ্গল কামনা করেন, মেসির প্রশংসা করেন, ‘ওর তো বয়স অনেক কম। ওকে এখনই কাঁধে পুরো জাতির দায়িত্ব নিয়ে নিতে হচ্ছে। এটা তো অনেক বড় দায়িত্ব। কিন্তু ও খুবই ভালো ছেলে। কখনোই কোনো কিছু নিয়ে অভিযোগ করে না।’
নিজের নামটা ইতিহাসে লেখাতে চাইলে অভিযোগ করলেও যে চলবে না!
No comments