প্রথম ম্যাচেই দ্রগবা!
এখনো হাত ঝোলানো স্লিংয়ে। সতীর্থরা অনুশীলন করছেন, আর তিনি চেয়ে চেয়ে দেখছেন। অথচ এই দিদিয়ের দ্রগবাই নাকি খেলবেন প্রথম ম্যাচ! সভেন গোরান এরিকসনের দাবি কিন্তু এমনটাই। ১৫ জুন পোর্ট এলিজাবেথে পর্তুগালের বিপক্ষে আইভরিকোস্টের প্রথম ম্যাচ। এলিফ্যান্টদের কোচ বলছেন, এই ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা আছে অধিনায়কের, ‘ম্যাচটা যদি আজ-কাল হতো, তাহলে সে খেলতে পারত না। কিন্তু এখনো কয়েকটা দিন সময় আছে, সে পর্তুগালের বিপক্ষেও খেলতে পারে।’
জাপানের বিপক্ষে গত সপ্তাহের প্রস্তুতি ম্যাচে কনুই ভেঙে ফেলেন দ্রগবা। এই স্ট্রাইকারকে খেলাতে এরিকসনের এত মরিয়া হওয়ার কারণও আছে। তাঁকে ছাড়া মাঠে নেমে শেষ প্রস্তুতি ম্যাচটাতে সুইজারল্যান্ডের দ্বিতীয় বিভাগের এক দলের সঙ্গে ড্র করেছে আইভরিকোস্ট। এরিকসন অবশ্য আশাবাদী, তাঁর দল যাবে দ্বিতীয় রাউন্ডে, ‘প্রথম ম্যাচের আগেই আমরা খুব ভালোভাবে প্রস্তুত হয়ে উঠব, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করব।
জাপানের বিপক্ষে গত সপ্তাহের প্রস্তুতি ম্যাচে কনুই ভেঙে ফেলেন দ্রগবা। এই স্ট্রাইকারকে খেলাতে এরিকসনের এত মরিয়া হওয়ার কারণও আছে। তাঁকে ছাড়া মাঠে নেমে শেষ প্রস্তুতি ম্যাচটাতে সুইজারল্যান্ডের দ্বিতীয় বিভাগের এক দলের সঙ্গে ড্র করেছে আইভরিকোস্ট। এরিকসন অবশ্য আশাবাদী, তাঁর দল যাবে দ্বিতীয় রাউন্ডে, ‘প্রথম ম্যাচের আগেই আমরা খুব ভালোভাবে প্রস্তুত হয়ে উঠব, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করব।
No comments