হকিতে আরেক নাটক!
একের পর এক নাটক চলছে হকি মাঠে। সর্বশেষ নাটক হলো কাল। এক বছর পর এদিন শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। কিন্তু চ্যাম্পিয়ন ঊষা মাঠেই আসেনি! তাদের দাবি, ক্লাব কাপের বিতর্কিত ফাইনাল বাতিল করতে লিগ কমিটি সুপারিশ করেছিল ফেডারেশনকে। কিন্তু পরশু ফেডারেশন সম্পাদক নাকি তাদের চিঠি দিয়ে জানিয়েছে, ওই ম্যাচের ফল বাতিল করা হবে না। এরই প্রতিবাদে দলটি প্রথম ম্যাচ খেলে
No comments