ভারতের মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ১৮ পুলিশ নিহত
ভারতের মাওবাদী প্রভাবিত রাজ্য মহারাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার মাওবাদীওদর সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৮ জন পুলিশ নিহত হয়েছে। এছাড়া একইদিনে মাওবাদীরা মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় পুলিশের চর সন্দেহে গলা কেটে হত্যা করেছে আরও দুইজনকে।
তবে পুলিশ দাবি করেছে মাওবাদীদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনায় মাওবাদীদের ১৫ জন নিহত হয়েছে।
পরে ওই এলাকায় ভারতীয় আধা-সামরিক বাহিনী বিএসএফ এর সৈন্যরা এসে সর্বাত্মক অভিযান চালায়। তাঁরা পরবর্তীতে সেখান থেকে আহত ২৭ পুলিশ সদস্যকে উদ্ধার করে। গত ফেব্রুয়ারি মাসেও এই রাজ্যে মাওবাদী হামলায় ৩১ পুলিশ নিহত হয়েছিল।
গাদচিরোলি জেলার পুলিশ সুপার এস জয়কুমার জানান ঔ এলাকায় মাওবাদীদের ধরতে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান শুরু করেছে। আগামী ১৩ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রে মাওবাদী তত্পরতা বেড়ে যাওয়ায় চিন্তিত পুলিশ প্রশাসন
তবে পুলিশ দাবি করেছে মাওবাদীদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনায় মাওবাদীদের ১৫ জন নিহত হয়েছে।
পরে ওই এলাকায় ভারতীয় আধা-সামরিক বাহিনী বিএসএফ এর সৈন্যরা এসে সর্বাত্মক অভিযান চালায়। তাঁরা পরবর্তীতে সেখান থেকে আহত ২৭ পুলিশ সদস্যকে উদ্ধার করে। গত ফেব্রুয়ারি মাসেও এই রাজ্যে মাওবাদী হামলায় ৩১ পুলিশ নিহত হয়েছিল।
গাদচিরোলি জেলার পুলিশ সুপার এস জয়কুমার জানান ঔ এলাকায় মাওবাদীদের ধরতে পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান শুরু করেছে। আগামী ১৩ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রে মাওবাদী তত্পরতা বেড়ে যাওয়ায় চিন্তিত পুলিশ প্রশাসন
No comments