আজ আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯
প্রায় এক মাসের সফরে আজ সকালে বাংলাদেশে আসছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি যুব টেস্ট ও সাতটি ওয়ানডে খেলবে তারা।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে চার দিনের একমাত্র যুব টেস্টটি শুরু হবে আগামী ১৬ অক্টোবর। একই মাঠে ২৩ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে। ২৬, ২৭, ২৯ ও ৩১ অক্টোবর পরের চারটি ওয়ানডে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। ২ ও ৪ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ দুটি ওয়ানডে।
বাংলাদেশ সফরের জন্য এর মধ্যেই ১৭ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার মিক নিউওয়েল দলের কোচ। সিরিজের জন্য মাহমুদুল হাসানকে অধিনায়ক ও অমিত মজুমদারকে সহ-অধিনায়ক করে আগেই ঘোষণা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে চার দিনের একমাত্র যুব টেস্টটি শুরু হবে আগামী ১৬ অক্টোবর। একই মাঠে ২৩ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে। ২৬, ২৭, ২৯ ও ৩১ অক্টোবর পরের চারটি ওয়ানডে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে। ২ ও ৪ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ দুটি ওয়ানডে।
বাংলাদেশ সফরের জন্য এর মধ্যেই ১৭ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার মিক নিউওয়েল দলের কোচ। সিরিজের জন্য মাহমুদুল হাসানকে অধিনায়ক ও অমিত মজুমদারকে সহ-অধিনায়ক করে আগেই ঘোষণা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
No comments