কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের ৫৯তম শাখা উদ্বোধন
রথম দিন থেকেই অনলাইন সুবিধা নিয়ে কুষ্টিয়ায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ৫৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম হারুনুর রশিদ, অডিট কমিটির চেয়ারম্যান এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া, পরিচালক এম এ কাশেম ও আনোয়ার পাশা।
অন্যান্যের মধ্যে বিআরবি কেবল্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মজিবুর রহমান, কুষ্টিয়া চেম্বারের সভাপতি আশরাফ উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, কুষ্টিয়ার যেমন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তেমনি এটি ব্যবসাপ্রধান এলাকা। এ অঞ্চলে রয়েছে কৃষি ও শিল্পের অনেক সম্ভাবনাময় খাত। এসব সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে আধুনিক ব্যাংকিং-সুবিধা নিয়ে কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের নতুন শাখা খোলা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম হারুনুর রশিদ, অডিট কমিটির চেয়ারম্যান এম ওয়াজিউল্লাহ ভূঁইয়া, পরিচালক এম এ কাশেম ও আনোয়ার পাশা।
অন্যান্যের মধ্যে বিআরবি কেবল্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মজিবুর রহমান, কুষ্টিয়া চেম্বারের সভাপতি আশরাফ উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান মোশাররফ হোসাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
প্রধান অতিথির ভাষণে চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, কুষ্টিয়ার যেমন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তেমনি এটি ব্যবসাপ্রধান এলাকা। এ অঞ্চলে রয়েছে কৃষি ও শিল্পের অনেক সম্ভাবনাময় খাত। এসব সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে আধুনিক ব্যাংকিং-সুবিধা নিয়ে কুষ্টিয়ায় এনসিসি ব্যাংকের নতুন শাখা খোলা হয়েছে।
No comments