ভারতের মহারাজাদের মূল্যবান সামগ্রীর প্রদর্শনী লন্ডনে
ভারতের রাজা-মহারাজাদের জৌলুশপূর্ণ বিভিন্ন জিনিসপত্র এখন প্রদর্শনের জন্য যুক্তরাজ্যে। লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে এসব রাজকীয় জিনিসের প্রদর্শনী শুরু হবে কাল শনিবার থেকে। চলবে আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত। মহারাজাদের রাজসিংহাসন থেকে শুরু করে মূল্যবান অলংকার, শাড়ি, এমনকি তাদের ব্যবহারের মোটরগাড়ি পর্যন্ত প্রদর্শনীতে স্থান পাবে। খবর এএফপির।
জাদুঘরের পরিচালক মার্ক জোনস বলেন, এর আগে কখনো এই জাদুঘরে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়নি। প্রদর্শনীতে এমন কিছু দুর্লভ জিনিস স্থান পাচ্ছে, যা ভারত প্রথমবারের মতো জাদুঘরকে দিয়েছে।
জোনস আরও বলেন, ভারতীয় রাজা-মহারাজারা শিল্পকলার বড় পৃষ্ঠপোষক ছিলেন। শুধু দেশেই নয়, পশ্চিমা দেশের শিল্পকলায়ও তাঁদের পৃষ্ঠপোষকতা ছিল। এই প্রদর্শনী সে বিষয়গুলোই তুলে ধরবে।
জাদুঘরের পরিচালক মার্ক জোনস বলেন, এর আগে কখনো এই জাদুঘরে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়নি। প্রদর্শনীতে এমন কিছু দুর্লভ জিনিস স্থান পাচ্ছে, যা ভারত প্রথমবারের মতো জাদুঘরকে দিয়েছে।
জোনস আরও বলেন, ভারতীয় রাজা-মহারাজারা শিল্পকলার বড় পৃষ্ঠপোষক ছিলেন। শুধু দেশেই নয়, পশ্চিমা দেশের শিল্পকলায়ও তাঁদের পৃষ্ঠপোষকতা ছিল। এই প্রদর্শনী সে বিষয়গুলোই তুলে ধরবে।
No comments