নাচতে গিয়ে ছোট পোশাকে বিব্রত নোরা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5yKJ-f9K8YNUf3e7mDpECCuYQQhZPKdxSsz0o79HTPzW0nnZyxsRxLDpqGxqkcAlGXtY3wSEgwU8tX0-D97idjz17ZI9YN5khzeiGlwpGW_QCMz_RZK_pM4x65Okd6C4KDOe5Cy9jaLE/s400/%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%259A%25E0%25A6%25A4%25E0%25A7%2587+%25E0%25A6%2597%25E0%25A6%25BF%25E0%25A7%259F%25E0%25A7%2587+%25E0%25A6%259B%25E0%25A7%258B%25E0%25A6%259F+%25E0%25A6%25AA%25E0%25A7%258B%25E0%25A6%25B6%25E0%25A6%25BE%25E0%25A6%2595%25E0%25A7%2587+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4+%25E0%25A6%25A8%25E0%25A7%258B%25E0%25A6%25B0%25E0%25A6%25BE.jpg)
‘সত্যমেভ
জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় বেশ
বড়সড় ঝাঁকুনি দিয়েছিলেন নোরা ফাতেহি। এর পর ফের জন আব্রাহামের ‘বাটলা
হাউস’ সিনেমায় বলিউডের হিট গান ‘ও সাকি সাকি’র নতুন ভার্সন নিয়ে হাজির হন
নোরা ফাতেহি। এ গানে নোরার আবেদনময় নাচে দিশেহারা হন তার ভক্তকুল। কিছুদিন
আগে মুক্তি পেয়েছে নোরা ফাতেহির নতুন মিউজিক ভিডিও ‘পছতাওগি’। এতে ‘উরি’
তারকা ভিকি কুশলের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। এখন নতুন এই গানের প্রচারণা
চালাচ্ছেন নোরা-ভিকি। তেমনই একটি আয়োজনে নাচতে গিয়ে বিব্রত হতে হলো নোরাকে।
ওই অনুষ্ঠানের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল এখন।
সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ‘পছতাওগি’ গানের তালে নাচছিলেন নোরা ও ভিকি। নাচতে গিয়ে যেই না ভিকির বাহুতে পুরো শরীরের ভার সমর্পণ করলেন, অমনিই বাতাস দুষ্টুমি করল তার ছোট পোশাকের সঙ্গে! অবশ্য সঙ্গে সঙ্গে হাত দিয়ে সামলে নিয়েছেন। ছোট পোশাকে নাচতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিকে পড়ে যান তিনি।
সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ‘পছতাওগি’ গানের তালে নাচছিলেন নোরা ও ভিকি। নাচতে গিয়ে যেই না ভিকির বাহুতে পুরো শরীরের ভার সমর্পণ করলেন, অমনিই বাতাস দুষ্টুমি করল তার ছোট পোশাকের সঙ্গে! অবশ্য সঙ্গে সঙ্গে হাত দিয়ে সামলে নিয়েছেন। ছোট পোশাকে নাচতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিকে পড়ে যান তিনি।
No comments