পন্টিংয়ের পাশে নিলসন
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াটইওয়াশ হওয়ার পর রিকি পন্টিংয়ের পদত্যাগের দাবি উঠেছে। জিওফ লসনের মতো সাবেক ক্রিকেটার নেতৃত্বে পরিবর্তন আসা জরুরি মনে করছেন। দীর্ঘদিনের বন্ধু শেন ওয়ার্ন পর্যন্ত পন্টিংয়ের পাশে নেই। তবে এ বিপদের দিনে কোচ টিম নিলসনকে পাশে পাচ্ছেন রিকি পন্টিং।
পন্টিংয়ের দাবি, অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্য লোক তিনিই। অধিনায়কের এ বক্তব্যকে সমর্থন দিয়ে ডেইলি টেলিগ্রাফকে টিম নিলসন বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পন্টিয়ের চেয়ে ভালো বিকল্প আর হতো পারে না।’
এ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৭৩ টেস্টে নেতৃত্ব দিয়ে পন্টিং জয় এনে দিয়েছেন ৪৭টি, হেরেছেন মাত্র ১৪টি। অসি কোচ বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে পন্টিং অসাধারণ দায়িত্ব পালন করেছেন। ভারতের কাছে অস্ট্রেলিয়া সিরিজ হারিয়েছে বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পন্টিংয়ের চেয়ে ভালো বিকল্প ভাবতেই পারি না আমি।’
পন্টিংয়ের দাবি, অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্য লোক তিনিই। অধিনায়কের এ বক্তব্যকে সমর্থন দিয়ে ডেইলি টেলিগ্রাফকে টিম নিলসন বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট বা বিশ্ব ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পন্টিয়ের চেয়ে ভালো বিকল্প আর হতো পারে না।’
এ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৭৩ টেস্টে নেতৃত্ব দিয়ে পন্টিং জয় এনে দিয়েছেন ৪৭টি, হেরেছেন মাত্র ১৪টি। অসি কোচ বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে পন্টিং অসাধারণ দায়িত্ব পালন করেছেন। ভারতের কাছে অস্ট্রেলিয়া সিরিজ হারিয়েছে বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পন্টিংয়ের চেয়ে ভালো বিকল্প ভাবতেই পারি না আমি।’
No comments