ভারতের নিরাপত্তার জন্য প্রধান হুমকি পাকিস্তান ও চীন

ভারতের নিরাপত্তার জন্য পাকিস্তান ও চীন ‘দুই প্রধান হুমকি’ বলে আখ্যা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ভি কে সিং। গতকাল শুক্রবার তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনীকে পরমাণু যুদ্ধ মোকাবিলা করার সামর্থ্য নিশ্চিত করতে হবে।
ভারতের সেনা-পৃষ্ঠপোষকতায় সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ (সিএলএডব্লিউএস) নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে ‘ইন্ডিয়ান আর্মি: ইমার্জিং রোল অ্যান্ড টাস্ক’ শীর্ষক সেমিনারে ভি কে সিং এসব কথা বলেন। ভি কে সিং বলেন, ‘আমাদের নিরাপত্তার জন্য হুমকি পাকিস্তান ও চীন। পাকিস্তান বাইরে থেকে সন্ত্রাসীর সাহায্য পেয়ে থাকে। সব মিলিয়ে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি খুব একটা ভালো নয়।

No comments

Powered by Blogger.