কাশ্মীরে আবার কারফিউ জারি
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শুক্রবার আবার কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভ চলাকালে আহত এক ব্যক্তি গতকাল হাসপাতালে মারা যাওয়ার পর এই কারফিউ জারি করা হয়। নিহতের পরিবারের দাবি, সেনারা তাঁকে গত সপ্তাহ পিটিয়েছিলেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। তাঁদের অভিযোগ, দক্ষিণাঞ্চলীয় পামপোর শহরে গত সপ্তাহে সেনাসদস্যরা তাঁকে লাথি মেরেছেন ও লাঠি দিয়ে পিটিয়েছেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের এক হাসপাতালে গতকাল ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় পামপোর, শ্রীনগরের কিছু অংশ ও অন্য প্রধান শহরগুলোতে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গত ১১ জুন কাশ্মীরে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। তখন থেকে কাশ্মীরে সহিংসতা চলছে। এতে এ পর্যন্ত ১১১ জন বিক্ষোভকারী ও পথচারী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। তাঁদের অভিযোগ, দক্ষিণাঞ্চলীয় পামপোর শহরে গত সপ্তাহে সেনাসদস্যরা তাঁকে লাথি মেরেছেন ও লাঠি দিয়ে পিটিয়েছেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের এক হাসপাতালে গতকাল ওই ব্যক্তি মারা যান। এ ঘটনায় পামপোর, শ্রীনগরের কিছু অংশ ও অন্য প্রধান শহরগুলোতে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গত ১১ জুন কাশ্মীরে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। তখন থেকে কাশ্মীরে সহিংসতা চলছে। এতে এ পর্যন্ত ১১১ জন বিক্ষোভকারী ও পথচারী নিহত হয়েছেন।
No comments