ভিয়াকে চাইছে ম্যানইউ
ডেভিড ভিয়া একরকম ঘোষণাই দিয়েছেন—ভ্যালেন্সিয়া আগামী বছরের চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারলে আর এই ক্লাবে থাকবেন না। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডেরও ভালো একজন স্ট্রাইকার দরকার। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই বলতে শুরু করেছেন—আগামী মৌসুমে ভ্যালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার ভিয়াকে ম্যানইউর জার্সিতে দেখা যেতে পারে।
গুঞ্জনটা একেবারে অমূলকও নয়। দিমিতার বারবেতভের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণেই একজন বিশ্বমানের স্ট্রাইকার খুঁজতে শুরু করেছে ম্যানইউ। কোচ অ্যালেক্স ফার্গুসন ভিয়ার পারফরম্যান্স নজরে রাখতে এরই মধ্যে নাকি ইউরোপের অন্যতম সেরা স্কাউট এবং তাঁর ভাই মার্টিনকে মাঠে নামিয়ে দিয়েছেন। তিনি ভ্যালেন্সিয়ার ম্যাচগুলো খুব মনোযোগ দিয়েই নাকি দেখছেন।
তবে শেষ পর্যন্ত ভিয়া ভ্যালেন্সিয়া ছাড়েন কি না এটাই দেখার বিষয়। কারণ এখন পর্যন্ত যে তাঁর ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলার দৌড়েই আছে। ২৩ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।
গুঞ্জনটা একেবারে অমূলকও নয়। দিমিতার বারবেতভের ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণেই একজন বিশ্বমানের স্ট্রাইকার খুঁজতে শুরু করেছে ম্যানইউ। কোচ অ্যালেক্স ফার্গুসন ভিয়ার পারফরম্যান্স নজরে রাখতে এরই মধ্যে নাকি ইউরোপের অন্যতম সেরা স্কাউট এবং তাঁর ভাই মার্টিনকে মাঠে নামিয়ে দিয়েছেন। তিনি ভ্যালেন্সিয়ার ম্যাচগুলো খুব মনোযোগ দিয়েই নাকি দেখছেন।
তবে শেষ পর্যন্ত ভিয়া ভ্যালেন্সিয়া ছাড়েন কি না এটাই দেখার বিষয়। কারণ এখন পর্যন্ত যে তাঁর ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলার দৌড়েই আছে। ২৩ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।
No comments