আইপিএলে আগ্রহী এমসিসি
এক সময়ের রক্ষণশীল এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) এখন ভীষণ উদারপন্থী। ক্রিকেটের আইনপ্রণেতারাও মজেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। আইপিএলের একটি দল কেনার ব্যাপারে আগ্রহী লন্ডনের সোয়া দুই শ বছরের পুরোনো ক্লাবটি। চতুর্থ মৌসুম থেকে আইপিএলে যুক্ত হচ্ছে নতুন দুটি দল। যে দলের মালিকানা কেনার দৌড়ে নেমেছেন সালমান খানের মতো বলিউড তারকা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ধনকুবেররাও। সেই দৌড়ে এমসিসিও যোগ দিচ্ছে বলে নিশ্চিত করেছেন ক্লাবের প্রধান নির্বাহী কিথ ব্র্যাডশ। ৮ মার্চ নতুন দল দুটির নাম ঘোষণা করা হবে। ক্লাবের ট্রাস্টি অ্যান্থনি রেফোর্ডকে সঙ্গে নিয়ে ভারতে আসছেন ব্র্যাডশ। টি-টোয়েন্টির উত্থান টেস্ট ক্রিকেটের জন্য হুমকি—অনেকেই যখন এমন মন্তব্য করছেন, সেই সময় এমসিসির মতো ঐতিহ্যবাহী ক্লাবটি ‘মসলাদার ক্রিকেটে’ যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল। ক্লাবের পক্ষ থেকে অবশ্য নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বলা হয়েছে, ক্রিকেটের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রাখার পাশাপাশি এমসিসি চায় পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে।
No comments