পাকিস্তানে রকেট হামলায় চার সহোদর নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে গতকাল বুধবার তালেবানের রকেট হামলায় চার সহোদর নিহত হয়েছে। আফগান সীমান্তবর্তী উপজাতি-অধ্যুষিত ২৫ লাখ জনসংখ্যার ওই শহরে রকেট হামলার মতো ঘটনা বিরল। তবে তালেবান ও আল-কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গিরা সেখানে একাধিকবার বড় ধরনের বোমা হামলা চালিয়েছে।
পেশোয়ার শহরের পুলিশ-প্রধান লিয়াকত আলী জানান, নিহত ব্যক্তিরা সহোদর, তাদের বড় ভাইয়ের বয়স ১৭ এবং ছোট ভাইয়ের চার বছর। তিনি এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছেন।
লিয়াকত বলেন, তালেবান একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। রকেটটি একটি বাড়িতে আঘাত হানে এবং এতে একই পরিবারের ওই চার সদস্য নিহত ও অপর নয়জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ হামলায় দোতলা বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
পেশোয়ার শহরের পুলিশ-প্রধান লিয়াকত আলী জানান, নিহত ব্যক্তিরা সহোদর, তাদের বড় ভাইয়ের বয়স ১৭ এবং ছোট ভাইয়ের চার বছর। তিনি এ ঘটনার জন্য তালেবানকে দায়ী করেছেন।
লিয়াকত বলেন, তালেবান একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। রকেটটি একটি বাড়িতে আঘাত হানে এবং এতে একই পরিবারের ওই চার সদস্য নিহত ও অপর নয়জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ হামলায় দোতলা বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
No comments