১৮ মাসের লক্ষ্য জিম্বাবুয়ের
টেস্ট ক্রিকেটে ফিরতে চায় জিম্বাবুয়ে। এই চাওয়াটা অবশ্য জিম্বাবুয়ের নতুন কিছু নয় কিন্তু জিম্বাবুয়ের ক্রিকেট কর্মকর্তারা বলছেন, তারা টেস্ট মর্যাদা ফিরে পেতে চান ১৮ মাসের মধ্যেই। দলের নতুন কোচ হিসেবে অ্যালান বুচার নিয়োগ পাওয়ার পর এই সম্ভাবনাটাকে ‘খুবই বাস্তবমুখী’ বলছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান পিটার চিঙ্গোকা। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার দলে সহকারী কোচ হিসেবে পাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক দুই তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক ও অ্যান্ডি ফ্লাওয়ারকে। পরামর্শক হিসেবে আছেন ডেভিড হটনও। শক্তিশালী এই কোচিং স্টাফদের থাকাটাই দ্রুত টেস্টে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখাচ্ছে জিম্বাবুয়েকে।
বিভিন্ন কারণে খর্ব শক্তির দল হয়ে পড়ায় ২০০৬ সালে টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেয় জিম্বাবুয়ে।
বিভিন্ন কারণে খর্ব শক্তির দল হয়ে পড়ায় ২০০৬ সালে টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেয় জিম্বাবুয়ে।
No comments