টেস্টেও দুর্বার দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সাফল্য টেস্ট সিরিজেও টেনে এনেছে সফরকারীরা। পোর্ট অব স্পেনে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে গ্রায়েম স্মিথের দল জিতেছে ১৬৩ রানে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৩৫২ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০২ রানেই। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ২৫০ রানের লিডটাকে ৪৫৬ তে নিয়ে স্মিথ দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ২০৬/৪ রানে। ৪৫৭ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে গেইলদের হাতে সময় ছিল প্রায় দুই দিন। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২৯৩ রান করে চতুর্থ দিনেই অলআউট।
৩ ও ২ উইকেট নিয়ে প্রথম ইনিংসের মতো এবারও স্বাগতিকদের সর্বনাশের কারণ ডেল স্টেইন ও মরনে মরকেল। গেইল ৭৩, ব্রাভো ৪৯, অভিষিক্ত শিলিংফোর্ড ২৭ ও সুলেমান বেন ৪২ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ স্টেইন। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৮ জুন, সেন্ট কিটসে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৩৫২ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০২ রানেই। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ২৫০ রানের লিডটাকে ৪৫৬ তে নিয়ে স্মিথ দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ২০৬/৪ রানে। ৪৫৭ রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে গেইলদের হাতে সময় ছিল প্রায় দুই দিন। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২৯৩ রান করে চতুর্থ দিনেই অলআউট।
৩ ও ২ উইকেট নিয়ে প্রথম ইনিংসের মতো এবারও স্বাগতিকদের সর্বনাশের কারণ ডেল স্টেইন ও মরনে মরকেল। গেইল ৭৩, ব্রাভো ৪৯, অভিষিক্ত শিলিংফোর্ড ২৭ ও সুলেমান বেন ৪২ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ স্টেইন। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৮ জুন, সেন্ট কিটসে।
No comments