রিলায়েন্স ইনস্যুরেন্সের ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শাহনাজ রহমান।
বার্ষিক সাধারণ সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে রুমানা রউফ চৌধুরী ও ইফতেখার আরশাদ হোসেন কোম্পানির পরিচালক নির্বাচিত হন।
এদিকে এজিএম-পরবর্তী এক সভায় পরিচালকমণ্ডলী আবদুর রউফ চৌধুরী ও রাজীব প্রসাদ সাহাকে যথাক্রমে কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন।
রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির অন্য পরিচালকেরা হলেন নাজমুল আসাদ, খলিলুর রহমান চৌধুরী, আনোয়ারুল হক, হাবিবুল্লাহ খান, লতিফুর রহমান, রোকেয়া আফজাল রহমান, শামছুর রহমান, আমানুল্লাহ চৌধুরী, ইয়াসমিন খান ও আতিকুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হচ্ছেন আহ্মদ শফি চৌধুরী। আর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আখতার আহেমদ খান।
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শাহনাজ রহমান।
বার্ষিক সাধারণ সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে রুমানা রউফ চৌধুরী ও ইফতেখার আরশাদ হোসেন কোম্পানির পরিচালক নির্বাচিত হন।
এদিকে এজিএম-পরবর্তী এক সভায় পরিচালকমণ্ডলী আবদুর রউফ চৌধুরী ও রাজীব প্রসাদ সাহাকে যথাক্রমে কোম্পানির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন।
রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির অন্য পরিচালকেরা হলেন নাজমুল আসাদ, খলিলুর রহমান চৌধুরী, আনোয়ারুল হক, হাবিবুল্লাহ খান, লতিফুর রহমান, রোকেয়া আফজাল রহমান, শামছুর রহমান, আমানুল্লাহ চৌধুরী, ইয়াসমিন খান ও আতিকুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক হচ্ছেন আহ্মদ শফি চৌধুরী। আর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আখতার আহেমদ খান।
No comments