ড্র দিয়ে শুরু ইতালির
চ্যাম্পিয়ন ইতালির শুরুটা চ্যাম্পিয়নদের মতো হলো না। কেপটাউনে বৃষ্টিভেজা গ্রিন টাউন স্টেডিয়ামে কাল প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করল। প্রথমার্ধেই গোল খেয়ে বসে ইতালি। ৩৯ মিনিটে চমত্কার হেডে প্যারাগুয়ের আন্তলিন আলকারাজ করেন গোলটি। এরপর ৬৩ মিনিটে তা শোধ করেন ড্যানিয়েল ডি রসি।
No comments