অনুশীলনে নেই রুনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রয়ের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি। এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে। কালকের অনুশীলনে ছিলেন না দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়েইন রুনি, অ্যাশলি কোল আর লেডলি কিং। দ্য সান-এর খবর, বিশ্বকাপে আর খেলা হচ্ছে না কিংয়ের! ইংল্যান্ড দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তিনজনের কারোরই চোট গুরুতর কিছু নয়। বাড়তি সতর্কতার জন্য অনুশীলন করানো হয়নি তাঁদের।
এদিকে ক্যাপেলোর ব্যাপারে মনে হচ্ছে ইংলিশ মিডিয়ার মোহ কেটে গেছে। এরই মধ্যে তাঁর নানান সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে পত্রপত্রিকায়। এখন বলা হচ্ছে, কিংকে ২৩ জনের দলে রেখে ক্যাপেলো নাকি জুয়াই খেলেছিলেন। কিং ছিটকে পড়া মানে তো সেই জুয়ায় ক্যাপেলোর পরাজয়।
এদিকে ক্যাপেলোর ব্যাপারে মনে হচ্ছে ইংলিশ মিডিয়ার মোহ কেটে গেছে। এরই মধ্যে তাঁর নানান সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে পত্রপত্রিকায়। এখন বলা হচ্ছে, কিংকে ২৩ জনের দলে রেখে ক্যাপেলো নাকি জুয়াই খেলেছিলেন। কিং ছিটকে পড়া মানে তো সেই জুয়ায় ক্যাপেলোর পরাজয়।
No comments