জার্মানি-আর্জেন্টিনায় মুগ্ধ দেল বস্ক
খোদ জার্মানরাই ছিল শঙ্কিত। তারুণ্যের ঘোড়ায় চেপে কোচ জোয়াকিম লো দলকে কেমন প্রস্তুত করেছেন, সেটাই ছিল দেখার। তবে পরশু রাতে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারানো ম্যাচে ক্লোসা, পোডলস্কি, লামদের খেলা জার্মান সমর্থকদের মনে দাগ না কেটে পারেই না।
শুধু জার্মান সমর্থকেরা কেন? এ সময় সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে যারা, সেই স্পেনও মুগ্ধ জার্মান তরুণ-তুর্কিদের এই দুর্দান্ত খেলা দেখে। স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কের অবশ্য মনে ধরেছে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু করা মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনার মাঠের নৈপুণ্যও। কোচ জোয়াকিম লোর নতুন নির্দেশনা আর চমর্যাকার কৌশলই তরুণ দলটিকে সংগঠিত করেছে বলে মনে করছেন বস্ক, ‘দল হিসেবে জার্মানির তরুণ এই দল নতুন নির্দেশনা পেয়েছে। তারা ভালো কলাকৌশলও রপ্ত করেছে। এই দলটির দারুণ সম্ভাবনা দেখছি।’ আর্জেন্টিনার প্রতিও তাঁর একই রকম শ্রদ্ধা, ‘দল হিসেবে আর্জেন্টিনা খুবই মানসম্পন্ন এবং তাদের অভিজ্ঞতার ভাঁড়ারটাও সমৃদ্ধ।’
দেল বস্কের দল নিয়ে এবার বিশ্ববাসীর কৌতূহলটা ঊর্ধ্বমুখী। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেন শুরু করবে বিশ্বকাপ-যাত্রা। তার আগে নিজ দল নিয়ে বস্ক অত্যন্ত আত্মবিশ্বাসী, ‘খুব ভালো একটি দল আছে আমাদের। দলের সবাই খুব পেশাদার। প্রচুর আত্মবিশ্বাসও আছে। কিন্তু প্রতিযোগিতায় এই আস্থাটাই সবকিছু না। আমাদের প্রকৃত সামর্থ্য যা, তার চেয়ে বেশি কিছুতে বিশ্বাস নেই আমাদের। আর এই পথেই যত দূর সম্ভব এগিয়ে যাব।’
কোচ ভিসেন্তের জন্য সুখবর, চোট থেকে সেরে উঠে বুধবার প্রথম ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত সেস ফ্যাবিগ্রাস। ফ্যাবিগ্রাস নিজেই বলেছেন, তিনি ভালো বোধ করছেন এবং শতভাগ সুস্থ। সংশয় কাটাতে আন্দ্রেস ইনিয়েস্তাও মনোনিবেশ করেছেন অনুশীলনে। এই দুই সুখবরের ভেতর একটা দুঃখের সংবাদ, স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত। বস্ক নিজেই বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, তোরেস প্রথম ম্যাচে খেলবে কি না। তবে সে বাতিলের খাতায় নেই।’
শুধু জার্মান সমর্থকেরা কেন? এ সময় সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে যারা, সেই স্পেনও মুগ্ধ জার্মান তরুণ-তুর্কিদের এই দুর্দান্ত খেলা দেখে। স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্কের অবশ্য মনে ধরেছে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু করা মেসি-ম্যারাডোনার আর্জেন্টিনার মাঠের নৈপুণ্যও। কোচ জোয়াকিম লোর নতুন নির্দেশনা আর চমর্যাকার কৌশলই তরুণ দলটিকে সংগঠিত করেছে বলে মনে করছেন বস্ক, ‘দল হিসেবে জার্মানির তরুণ এই দল নতুন নির্দেশনা পেয়েছে। তারা ভালো কলাকৌশলও রপ্ত করেছে। এই দলটির দারুণ সম্ভাবনা দেখছি।’ আর্জেন্টিনার প্রতিও তাঁর একই রকম শ্রদ্ধা, ‘দল হিসেবে আর্জেন্টিনা খুবই মানসম্পন্ন এবং তাদের অভিজ্ঞতার ভাঁড়ারটাও সমৃদ্ধ।’
দেল বস্কের দল নিয়ে এবার বিশ্ববাসীর কৌতূহলটা ঊর্ধ্বমুখী। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেন শুরু করবে বিশ্বকাপ-যাত্রা। তার আগে নিজ দল নিয়ে বস্ক অত্যন্ত আত্মবিশ্বাসী, ‘খুব ভালো একটি দল আছে আমাদের। দলের সবাই খুব পেশাদার। প্রচুর আত্মবিশ্বাসও আছে। কিন্তু প্রতিযোগিতায় এই আস্থাটাই সবকিছু না। আমাদের প্রকৃত সামর্থ্য যা, তার চেয়ে বেশি কিছুতে বিশ্বাস নেই আমাদের। আর এই পথেই যত দূর সম্ভব এগিয়ে যাব।’
কোচ ভিসেন্তের জন্য সুখবর, চোট থেকে সেরে উঠে বুধবার প্রথম ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত সেস ফ্যাবিগ্রাস। ফ্যাবিগ্রাস নিজেই বলেছেন, তিনি ভালো বোধ করছেন এবং শতভাগ সুস্থ। সংশয় কাটাতে আন্দ্রেস ইনিয়েস্তাও মনোনিবেশ করেছেন অনুশীলনে। এই দুই সুখবরের ভেতর একটা দুঃখের সংবাদ, স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত। বস্ক নিজেই বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, তোরেস প্রথম ম্যাচে খেলবে কি না। তবে সে বাতিলের খাতায় নেই।’
No comments