ক্রীড়া পুরস্কার ঘোষণা
সরকার ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে কাল। পুরস্কার পেয়েছেন—সফিউল আরেফিন টুটুল (ফুটবল এবং সংগঠক), বাদল রায় (ফুটবল), নাঈমুর রহমান দুর্জয় (ক্রিকেট), সামছুল আলম মঞ্জু (ফুটবল), অঞ্জন চৌধুরী পিন্টু (সংগঠক), সাহেদ আজগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেটিকস ও সংগঠক), শামীম আরা টলি (অ্যাথলেটিকস), মোহাম্মদ মহসিন (হকি), মোস্তাফা কামাল (ভলিবল)।
No comments