এ ফ্রান্সকে পছন্দ হচ্ছে না জিজুর
বিশ্বকাপের টিকিট পাওয়া গেছে প্লে-অফ খেলে। প্রস্তুতি ম্যাচেও যাচ্ছেতাই পারফরম্যান্স। সব মিলিয়ে দারুণ সমালোচনার মুখে ফরাসি কোচ রেমন্ড ডমেনেখ। এমনকি ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানও শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন। ওয়েবসাইট।
২০০৬ বিশ্বকাপে এই ডমেনেখই ছিলেন জিদান-অঁরিদের কোচ। খেলোয়াড়ি জীবনের ‘গুরু’ সম্পর্কে জিদান বলেছেন, ‘ডমেনেখ কোনো কোচই নয়!’ ফ্রান্স দল সম্পর্কেও নেতিবাচক ধারণা ফ্রান্সের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়কের, ‘দলের মধ্যে কোনো সমন্বয় নেই।’ নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ক্যানাল প্লাস টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় ফ্রান্সের খেলোয়াড়দের প্রতি তাই জেগে ওঠার আহ্বান জানালেন জিদান, ‘অবশ্যই তাদের দায়িত্ববান হতে হবে এবং ব্যক্তিগত অহমিকা সরিয়ে রেখে পূর্ণ সক্ষমতা নিয়ে খেলতে হবে।’
ফ্রান্সের পরের ম্যাচ বৃহস্পতিবার, মেক্সিকোর বিপক্ষে পোলকওয়েনে।
২০০৬ বিশ্বকাপে এই ডমেনেখই ছিলেন জিদান-অঁরিদের কোচ। খেলোয়াড়ি জীবনের ‘গুরু’ সম্পর্কে জিদান বলেছেন, ‘ডমেনেখ কোনো কোচই নয়!’ ফ্রান্স দল সম্পর্কেও নেতিবাচক ধারণা ফ্রান্সের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়কের, ‘দলের মধ্যে কোনো সমন্বয় নেই।’ নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। ক্যানাল প্লাস টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় ফ্রান্সের খেলোয়াড়দের প্রতি তাই জেগে ওঠার আহ্বান জানালেন জিদান, ‘অবশ্যই তাদের দায়িত্ববান হতে হবে এবং ব্যক্তিগত অহমিকা সরিয়ে রেখে পূর্ণ সক্ষমতা নিয়ে খেলতে হবে।’
ফ্রান্সের পরের ম্যাচ বৃহস্পতিবার, মেক্সিকোর বিপক্ষে পোলকওয়েনে।
No comments