ভুভুজেলায় বিরক্ত মেসি-রোনালদো
ভুভুজেলা—ফুট তিনেক লম্বা এই প্লাস্টিকের বাঁশি নিয়ে স্টেডিয়ামের দর্শক-সমর্থকেরা খুব আহ্লাদিত। উল্টো চরম বিরক্ত খেলোয়াড় ও টেলিভিশন দর্শকেরা। খেলোয়াড়, কোচদের তরফ থেকে বারবার অভিযোগ আসছে মারাত্মক শব্দ সৃষ্টিকারী এই যন্ত্র নিয়ে।
এবার ভুভুজেলা নিয়ে উচ্চকণ্ঠ হলেন বর্তমান সময়ের দুই বিশ্বসেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর অভিযোগ, এই বাঁশি খেলোয়াড়ের কান ঝালাপালা করে মনঃসংযোগ নষ্ট করে দেয়। তবে রোনালদো ভালো করেই জানেন, বাঁশি নিষিদ্ধ হবে না, ‘অনেক খেলোয়াড়ই এই বাঁশিবাদকদের কাজ-কারবারে নাখোশ। কিন্তু যারা বাঁশি বাজানোর তারা বাজাবেই, এতে খেলোয়াড়দের অভ্যস্ত হতে হবে।’
ওদিকে লিওনেল মেসি বলছেন, ভুভুজেলার শব্দে খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে যোগাযোগই করতে পারছিলেন না। তাঁর কাছে নাকি নিজেকে বধির বলে মনে হচ্ছিল, ‘এই অবস্থায় পরস্পরের সঙ্গে কথা বলা অসম্ভব। মনে হচ্ছিল, বধির হয়ে গেছি।’
ভুভুজেলাকে নিজেদের গোলশূন্য ড্রয়ের জন্য দায়ী করেছেন ফরাসি মিডফিল্ডার ইয়োন জুরকাফ। কিন্তু সবকিছুর পরও এই বাঁশির বিপক্ষে কথা বলতে নারাজ ফ্রান্সেরই অধিনায়ক প্যাট্রিক এভরা, ‘এই বাঁশিটা তো দেশটার ঐতিহ্য। এখন এটার বিপক্ষে সমালোচনা করা ঠিক হবে না।
এবার ভুভুজেলা নিয়ে উচ্চকণ্ঠ হলেন বর্তমান সময়ের দুই বিশ্বসেরা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর অভিযোগ, এই বাঁশি খেলোয়াড়ের কান ঝালাপালা করে মনঃসংযোগ নষ্ট করে দেয়। তবে রোনালদো ভালো করেই জানেন, বাঁশি নিষিদ্ধ হবে না, ‘অনেক খেলোয়াড়ই এই বাঁশিবাদকদের কাজ-কারবারে নাখোশ। কিন্তু যারা বাঁশি বাজানোর তারা বাজাবেই, এতে খেলোয়াড়দের অভ্যস্ত হতে হবে।’
ওদিকে লিওনেল মেসি বলছেন, ভুভুজেলার শব্দে খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে যোগাযোগই করতে পারছিলেন না। তাঁর কাছে নাকি নিজেকে বধির বলে মনে হচ্ছিল, ‘এই অবস্থায় পরস্পরের সঙ্গে কথা বলা অসম্ভব। মনে হচ্ছিল, বধির হয়ে গেছি।’
ভুভুজেলাকে নিজেদের গোলশূন্য ড্রয়ের জন্য দায়ী করেছেন ফরাসি মিডফিল্ডার ইয়োন জুরকাফ। কিন্তু সবকিছুর পরও এই বাঁশির বিপক্ষে কথা বলতে নারাজ ফ্রান্সেরই অধিনায়ক প্যাট্রিক এভরা, ‘এই বাঁশিটা তো দেশটার ঐতিহ্য। এখন এটার বিপক্ষে সমালোচনা করা ঠিক হবে না।
No comments