হেনিন-শারাপোভার হার
উইম্বলডনে মেয়েদের কোর্টে কালকের দিনটি এক নম্বরদের জন্য ছিল মিশ্র অনুভূতির। বর্তমান এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামসের সঙ্গে কোর্টে নেমেছিলেন তিন সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় জাস্টিন হেনিন, কিম ক্লাইস্টার্স ও মারিয়া শারাপোভা। সেরেনা ও ক্লাইস্টার্স জয় নিয়ে কোর্ট ছাড়লেও বাকি দুজন হেরেছেন।
এক কোর্টে মুখোমুখি হয়েছিলেন ফিরে আসা দুই রানি—কিম ক্লাইস্টার্স ও জাস্টিন হেনিন। এই দুই বেলজিয়ান-কন্যার লড়াইয়ে পিছিয়ে পড়েও ৩-১-এ জিতেছেন টেনিস-মম ক্লাইস্টার্স।
প্রথম সেটটা ২-৬ গেমে হারলেও ক্লাইস্টার্স পরের দুটি সেট সহজেই (৬-২ ও ৬-৩) জিতে নিয়েছেন। ২৭ বছর বয়সী ক্লাইস্টার্স শেষ আটে খেলবেন ভেরা জভোনেরেভার বিপক্ষে। রুশ জভোনেরেভা হারিয়েছেন সার্বিয়ান ইয়েলেনা জাঙ্কোভিচকে।
সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হয়েছিলেন সাবেক এক নম্বর শারাপোভা। সেরেনার কাছে ৬-৭ (১১/৯) ও ৪-৬ গেমে হেরেছেন তিনি।
এক কোর্টে মুখোমুখি হয়েছিলেন ফিরে আসা দুই রানি—কিম ক্লাইস্টার্স ও জাস্টিন হেনিন। এই দুই বেলজিয়ান-কন্যার লড়াইয়ে পিছিয়ে পড়েও ৩-১-এ জিতেছেন টেনিস-মম ক্লাইস্টার্স।
প্রথম সেটটা ২-৬ গেমে হারলেও ক্লাইস্টার্স পরের দুটি সেট সহজেই (৬-২ ও ৬-৩) জিতে নিয়েছেন। ২৭ বছর বয়সী ক্লাইস্টার্স শেষ আটে খেলবেন ভেরা জভোনেরেভার বিপক্ষে। রুশ জভোনেরেভা হারিয়েছেন সার্বিয়ান ইয়েলেনা জাঙ্কোভিচকে।
সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হয়েছিলেন সাবেক এক নম্বর শারাপোভা। সেরেনার কাছে ৬-৭ (১১/৯) ও ৪-৬ গেমে হেরেছেন তিনি।
No comments