ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না তুরস্ক
ইসরায়েলকে তুরস্কের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী কানাডায় সাংবাদিকদের বলেন, গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার জের ধরে ইসরায়েলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই হামলায় আট তুর্কি নাগরিক নিহত হয়। তবে ইসরায়েল বলছে, তার কমান্ডো বাহিনী প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ হামলা চালিয়েছে।
এ ঘটনার পর তুরস্ক ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় এবং যৌথ সামরিক মহড়া স্থগিত করে। তুরস্ক জানায়, ইসরায়েল এই হামলার জন্য দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তুরস্ক তার রাষ্ট্রদূতকে সেখানে পাঠাবে না।
বার্তা সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী কানাডায় সাংবাদিকদের বলেন, গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার জের ধরে ইসরায়েলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই হামলায় আট তুর্কি নাগরিক নিহত হয়। তবে ইসরায়েল বলছে, তার কমান্ডো বাহিনী প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ হামলা চালিয়েছে।
এ ঘটনার পর তুরস্ক ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় এবং যৌথ সামরিক মহড়া স্থগিত করে। তুরস্ক জানায়, ইসরায়েল এই হামলার জন্য দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তুরস্ক তার রাষ্ট্রদূতকে সেখানে পাঠাবে না।
No comments