গাজায় ত্রাণবোঝাই জাহাজ পাঠানোর পরিকল্পনা বাতিল
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি গাজায় ত্রাণবোঝাই জাহাজ পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে। তারা জানায়, সুয়েজখাল দিয়ে জাহাজ প্রবেশের অনুমতি না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে মিসরের একজন কর্মকর্তা তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
জাহাজটি ইরানের বন্দর আব্বাস বন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরাইলের আরও বিধিনিষেধ আরোপ এবং সুয়েজখাল দিয়ে জাহাজ প্রবেশের বাধার কারণে রেড ক্রিসেন্ট গাজায় মানবিক সাহায্য পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে।
সুয়েজখাল প্রশাসন জানায়, তারা সুয়েজখাল দিয়ে ইরানের কোনো জাহাজ গাজায় পৌঁছানোর কোনো অনুরোধ পায়নি। সুয়েজখাল প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কোনো ত্রাণবাহী জাহাজ প্রবেশ করতে পারবে না, এমন কিছু আমরা ইরানকে জানাইনি এবং আমরা ইরান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধও পাইনি। সুয়েজখাল কর্তৃপক্ষ ইরানের জাহাজের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেনি।
জাহাজটি ইরানের বন্দর আব্বাস বন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, দখলদার ইসরাইলের আরও বিধিনিষেধ আরোপ এবং সুয়েজখাল দিয়ে জাহাজ প্রবেশের বাধার কারণে রেড ক্রিসেন্ট গাজায় মানবিক সাহায্য পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে।
সুয়েজখাল প্রশাসন জানায়, তারা সুয়েজখাল দিয়ে ইরানের কোনো জাহাজ গাজায় পৌঁছানোর কোনো অনুরোধ পায়নি। সুয়েজখাল প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কোনো ত্রাণবাহী জাহাজ প্রবেশ করতে পারবে না, এমন কিছু আমরা ইরানকে জানাইনি এবং আমরা ইরান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধও পাইনি। সুয়েজখাল কর্তৃপক্ষ ইরানের জাহাজের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেনি।
No comments