কিংবদন্তি মেসি
বিশ্বকাপের অর্ধেক যেতে না যেতেই আলোচনাটা স্তিমিত হয়ে গেছে। অথচ বিশ্বকাপের আগ পর্যন্ত বিশ্বসেরার প্রশ্নে লিওনেল মেসি, না ওয়েইন রুনি—এই আলোচনা চায়ের কাপে বেশি ঝড় তুলেছিল। তবে এই তুলনাটা যেন ডিয়েগো মিলিতোর সামনে করতে যাবেন না! তিনি হেসে ফেলবেন।
হ্যাঁ, মেসি-রুনির তুলনা শুনে মিলিতো প্রকাশ্যেই হেসে ফেললেন। বললেন, এদের এক জনের সঙ্গে আরেক জনের তুলনা করার নাকি কোনো সুযোগই নেই, ‘ইংলিশরা বা যে কেউ যখন মেসির সঙ্গে রুনিকে মেলাতে চেষ্টা করে, আমার হাসি পায়। কোনো সন্দেহ নেই, রুনি ভালো খেলোয়াড়। কিন্তু ওকে মেসির পর্যায়ে ভাবাটাও একটা ভুল। এ বিষয়ে কোনো সন্দেহই করা উচিত না।’
মিলিতো বরং ঘোষণা করে দিচ্ছেন, বর্তমান সময়ের আর কোনো খেলোয়াড়ের সঙ্গেই মেসির তুলনা হতে পারে না। কারণ, মেসি ‘সর্বকালের সেরা’ হতে যাচ্ছেন, ‘মেসি যখন অবসর নেবে, ওকে হয়তো সর্বকালের সেরা খেলোয়াড় বলা হবে। তার সঙ্গে এই সময়ের একজন খেলোয়াড়ের কীভাবে তুলনা করেন! বিশেষত সেই খেলোয়াড়, যে এখনো কোনো দিন বর্ষসেরাই হতে পারেনি!’
মিলিতোর মেসি-ভক্তি এখানেই শেষ না। তিনি বলছেন, এরই মধ্যে ‘কিংবদন্তি’ হয়ে যাওয়া মেসির সঙ্গে কাকা-ক্রিস্টিয়ানো রোনালদোরও তুলনা চলতে পারে না, ‘তাদের সঙ্গেও তুলনা চলে না। আর রুনি? নাহ, নাহ! রুনি হয়তো এখন বিশ্বের সেরা ২০ খেলোয়াড়ের একজন হবে। কিন্তু এতে সে মেসির ধারে-কাছেও তো আসতে পারে না। মেসিকে প্রতি ম্যাচে পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় মার্ক করে। রুনির ক্ষেত্রে তো তা ঘটে না। ঘটনা যাই হোক, এই ছেলেটা (মেসি) এরই মধ্যে কিংবদন্তি হয়ে গেছে।’
হ্যাঁ, মেসি-রুনির তুলনা শুনে মিলিতো প্রকাশ্যেই হেসে ফেললেন। বললেন, এদের এক জনের সঙ্গে আরেক জনের তুলনা করার নাকি কোনো সুযোগই নেই, ‘ইংলিশরা বা যে কেউ যখন মেসির সঙ্গে রুনিকে মেলাতে চেষ্টা করে, আমার হাসি পায়। কোনো সন্দেহ নেই, রুনি ভালো খেলোয়াড়। কিন্তু ওকে মেসির পর্যায়ে ভাবাটাও একটা ভুল। এ বিষয়ে কোনো সন্দেহই করা উচিত না।’
মিলিতো বরং ঘোষণা করে দিচ্ছেন, বর্তমান সময়ের আর কোনো খেলোয়াড়ের সঙ্গেই মেসির তুলনা হতে পারে না। কারণ, মেসি ‘সর্বকালের সেরা’ হতে যাচ্ছেন, ‘মেসি যখন অবসর নেবে, ওকে হয়তো সর্বকালের সেরা খেলোয়াড় বলা হবে। তার সঙ্গে এই সময়ের একজন খেলোয়াড়ের কীভাবে তুলনা করেন! বিশেষত সেই খেলোয়াড়, যে এখনো কোনো দিন বর্ষসেরাই হতে পারেনি!’
মিলিতোর মেসি-ভক্তি এখানেই শেষ না। তিনি বলছেন, এরই মধ্যে ‘কিংবদন্তি’ হয়ে যাওয়া মেসির সঙ্গে কাকা-ক্রিস্টিয়ানো রোনালদোরও তুলনা চলতে পারে না, ‘তাদের সঙ্গেও তুলনা চলে না। আর রুনি? নাহ, নাহ! রুনি হয়তো এখন বিশ্বের সেরা ২০ খেলোয়াড়ের একজন হবে। কিন্তু এতে সে মেসির ধারে-কাছেও তো আসতে পারে না। মেসিকে প্রতি ম্যাচে পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় মার্ক করে। রুনির ক্ষেত্রে তো তা ঘটে না। ঘটনা যাই হোক, এই ছেলেটা (মেসি) এরই মধ্যে কিংবদন্তি হয়ে গেছে।’
No comments