দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে ইরান
ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে, তারা আরও একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে। আইএইএ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।
আইএইএর মুখপাত্র মার্ক ভিদরিকেয়ার এক বিবৃতিতে বলেন, ২১ সেপ্টেম্বর ইরান চিঠি দিয়ে জানিয়েছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে। এ ব্যাপারে অন্যান্য তথ্য পরে জানানো হবে।
ইরান বলছে, বিদ্যুতের চাহিদা মেটাতে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইরান কেন নিজ থেকেই এ শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিল, এ ব্যাপারে কূটনীতিকেরা বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখে অথবা এ শোধনাগারের ব্যাপারে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় তারা আগ বাড়িয়ে দ্বিতীয়শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিয়েছে।
আইএইএ নতুন এই শোধনাগারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এবং দ্রুত ওই শোধনাগার পরিদর্শনের অনুমতি দিতে তেহরানকে অনুরোধ করেছে। এ ছাড়া ওই শোধনাগারের পর্যাপ্ত নিরাপত্তার ব্যাপারেও ধারণা নিতে চাইছে আইএইএ।
বর্তমানে নাতাঞ্জ শহরে ইরানের একমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার চালু রয়েছে।
আইএইএর মুখপাত্র মার্ক ভিদরিকেয়ার এক বিবৃতিতে বলেন, ২১ সেপ্টেম্বর ইরান চিঠি দিয়ে জানিয়েছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার নির্মাণ করছে। এ ব্যাপারে অন্যান্য তথ্য পরে জানানো হবে।
ইরান বলছে, বিদ্যুতের চাহিদা মেটাতে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইরান কেন নিজ থেকেই এ শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিল, এ ব্যাপারে কূটনীতিকেরা বলেছেন, আন্তর্জাতিক চাপের মুখে অথবা এ শোধনাগারের ব্যাপারে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় তারা আগ বাড়িয়ে দ্বিতীয়শোধনাগারের ব্যাপারে ঘোষণা দিয়েছে।
আইএইএ নতুন এই শোধনাগারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এবং দ্রুত ওই শোধনাগার পরিদর্শনের অনুমতি দিতে তেহরানকে অনুরোধ করেছে। এ ছাড়া ওই শোধনাগারের পর্যাপ্ত নিরাপত্তার ব্যাপারেও ধারণা নিতে চাইছে আইএইএ।
বর্তমানে নাতাঞ্জ শহরে ইরানের একমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শোধনাগার চালু রয়েছে।
No comments