ভারত ফিরে আসতে পারে: সৌরভ
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ভূমিকাটা এখন ধারাভাষ্যকারের। কমেন্ট্রি বক্সে বসে খুব কাছ থেকেই দেখেছেন সদ্য বিশ্বচ্যাম্পিয়নের মুকুট মাথায় নেওয়া দেশটির ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটি টেস্টে অসহায় আত্মসমর্পণ। নিজেদের গর্ব কিছুটা হলেও ফিরে পাওয়ার জন্য পরের দুটি টেস্টে জয় খুব জরুরি হয়ে পড়েছে ভারতের জন্য। কিন্তু এই মুহূর্তে জহির খানের ইনজুরি সেই সম্ভাবনার গুড়েও বালি ফেলে দেওয়ার উপক্রম ঘটিয়েছে।
সৌরভ গাঙ্গুলি মনে করেন, জহির খানের ইনজুরি পরের দুই টেস্টে ভারতের সম্ভাবনায় প্রভাব ফেলবে। তবে একজন খেলোয়াড়ের ইনজুরিই যে সব সম্ভাবনার অপমৃত্যু ঘটিয়েছে—এমনটা মনে করেন না তিনি। সৌরভ গাঙ্গুলির মতে, ভারতের এখনো সিরিজে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সৌরভ গাঙ্গুলির বলেন, ‘জহির যেহেতু খেলতে পারবে না, তাই অন্য বোলারদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। ভারত যদি সিরিজ ড্র করতে চায়, তাহলে বাকি বোলারদেরও পারফর্ম করতে হবে।’
ভারতের সম্ভাবনা সম্পর্কে সৌরভ গাঙ্গুলির বলেন, ‘সিরিজের প্রথম দুটি টেস্টে হেরে ভারত অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখনো মনে করি, সিরিজের বাকি দুটি টেস্ট জিতে এই সিরিজ ২-২-তে ড্র করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভারতের সামনে।’
সৌরভ গাঙ্গুলি মনে করেন, জহির খানের ইনজুরি পরের দুই টেস্টে ভারতের সম্ভাবনায় প্রভাব ফেলবে। তবে একজন খেলোয়াড়ের ইনজুরিই যে সব সম্ভাবনার অপমৃত্যু ঘটিয়েছে—এমনটা মনে করেন না তিনি। সৌরভ গাঙ্গুলির মতে, ভারতের এখনো সিরিজে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সৌরভ গাঙ্গুলির বলেন, ‘জহির যেহেতু খেলতে পারবে না, তাই অন্য বোলারদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। ভারত যদি সিরিজ ড্র করতে চায়, তাহলে বাকি বোলারদেরও পারফর্ম করতে হবে।’
ভারতের সম্ভাবনা সম্পর্কে সৌরভ গাঙ্গুলির বলেন, ‘সিরিজের প্রথম দুটি টেস্টে হেরে ভারত অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত—এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখনো মনে করি, সিরিজের বাকি দুটি টেস্ট জিতে এই সিরিজ ২-২-তে ড্র করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভারতের সামনে।’
No comments