বার্সা রিয়াল চেলসির জয়
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হেরে গেলে হয়তো কোনো ক্ষতি নেই। কিন্তু নতুন মৌসুম শুরুর আগে আত্মবিশ্বাসে ঘা তো লাগেই। পর পর দুই ম্যাচে হেরে বার্সেলোনার সেই ছন্দপতনই হয়েছিল। অবশেষে পরশু যুক্তরাষ্ট্র সফরে তাদের শেষ ম্যাচে জয় তুলে নিল ইউরোপ ও স্পেন চ্যাম্পিয়নরা। টেক্সাসে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে তারা হারিয়েছে ২-০ গোলে। ২৪ মিনিটে প্রথম গোলটি করেছেন ডেভিড ভিয়া, শেষ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সেইডু কেইটা। চীন সফরের প্রথম ম্যাচে গুয়াংজু এভারগ্রান্ডেকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পরশু রিয়াল মাদ্রিদ ৬-০ গোলে হারিয়েছে তিয়ানজিন তেদাকে। গোল পেয়েছেন কাকা, ডি মারিয়া, হিগুয়েইন, রোনালদো, বেনজেমা (২)। ওদিকে প্রাক-মৌসুমে আগের ছয়টি ম্যাচ জেতার পর পরশু স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে নিজেদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে চেলসি।
কমিউনিটি শিল্ড ম্যানইউর: কোচ অ্যালেক্স ফার্গুসনের মুখ রক্ষা করেছেন স্মলিং, নানিরা। কমিউনিটি শিল্ডের ‘ম্যানচেস্টার ডার্বি’কে সামনে রেখে ফার্গুসন বলেছিলেন, নগর প্রতিদ্বন্দ্বীদের হই-হুল্লোড় থামিয়ে দেবেন। কাল ওয়েম্বলিতে ৩-২ গোলে দলকে জিতিয়ে শিষ্যরা মান রেখেছে বটে, তবে উদ্বেগাকুল সময়ই কেটেছে ম্যানইউ কোচের। ফার্গুসনের টেনশন বাড়িয়ে লেসকট ও জেকোর গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল করে ম্যানইউ ম্যান সিটিকে হতাশ করে জিতে নেয় মৌসুমসূচক কমিউনিটি শিল্ড। ৫২ মিনিটে গোল করে ম্যানইউকে ম্যাচে ফেরান স্মলিং। ৫৮ মিনিটে সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে দলের জয়সূচক গোলটিও করেছেন নানি।
কমিউনিটি শিল্ড ম্যানইউর: কোচ অ্যালেক্স ফার্গুসনের মুখ রক্ষা করেছেন স্মলিং, নানিরা। কমিউনিটি শিল্ডের ‘ম্যানচেস্টার ডার্বি’কে সামনে রেখে ফার্গুসন বলেছিলেন, নগর প্রতিদ্বন্দ্বীদের হই-হুল্লোড় থামিয়ে দেবেন। কাল ওয়েম্বলিতে ৩-২ গোলে দলকে জিতিয়ে শিষ্যরা মান রেখেছে বটে, তবে উদ্বেগাকুল সময়ই কেটেছে ম্যানইউ কোচের। ফার্গুসনের টেনশন বাড়িয়ে লেসকট ও জেকোর গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল করে ম্যানইউ ম্যান সিটিকে হতাশ করে জিতে নেয় মৌসুমসূচক কমিউনিটি শিল্ড। ৫২ মিনিটে গোল করে ম্যানইউকে ম্যাচে ফেরান স্মলিং। ৫৮ মিনিটে সমতাসূচক গোলের পর অতিরিক্ত সময়ে দলের জয়সূচক গোলটিও করেছেন নানি।
No comments