হার দিয়ে শুরু একাডেমির
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা ভালো হলো না জিপি-বিসিবি একাডেমি দলের। পরশু সফরের প্রথম ওয়ানডেতে স্বাগতিক একাডেমি দলের কাছে তারা হেরেছে ৬ উইকেটে।
সোয়েটোর এলকা ক্রিকেট ওভালে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ২১৪ রান করে জিপি-বিসিবি একাডেমি দল। অধিনায়ক মাহমুদুল হাসান করেন সর্বোচ্চ ৬৩ রান। এ ছাড়া আলাউদ্দিন বাবু ৩৫ ও আনামুল হক ৩৩ রান করেন। জবাবে ওপেনার লেনার্ট ফন উইকের অপরাজিত ১১৪ রানের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারেই ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। জিপি-বিসিবি একাডেমি দলের সোহাগ গাজী ২টি এবং আলাউদ্দিন বাবু ও আল-আমিন একটি করে উইকেট নেন।
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি হয়ে যাওয়ার কথা কালই।
সোয়েটোর এলকা ক্রিকেট ওভালে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে ২১৪ রান করে জিপি-বিসিবি একাডেমি দল। অধিনায়ক মাহমুদুল হাসান করেন সর্বোচ্চ ৬৩ রান। এ ছাড়া আলাউদ্দিন বাবু ৩৫ ও আনামুল হক ৩৩ রান করেন। জবাবে ওপেনার লেনার্ট ফন উইকের অপরাজিত ১১৪ রানের সৌজন্যে ৪ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারেই ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। জিপি-বিসিবি একাডেমি দলের সোহাগ গাজী ২টি এবং আলাউদ্দিন বাবু ও আল-আমিন একটি করে উইকেট নেন।
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি হয়ে যাওয়ার কথা কালই।
No comments