শেষ বলে মুম্বাইয়ের জয়
ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে বড় জয় পেয়েছে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস। আজ বুধবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শেষ বল পর্যন্ত লড়ে পুনে ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারায় মুম্বাই।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ১৭ রান তুলতেই চারটি উইকেটের পতন। রবিন উথাপ্পার ৪৫ রানের ইনিংসের পরও ১৭.২ ওভারে পুনের ইনিংস গুটিয়ে যায় ১১৮ রানে। লক্ষ্যটা সহজ হলেও শেষ বল পর্যন্ত লড়তে হয় মুম্বাইকে। শেষ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১ রান। ম্যাচে যখন নাটকীয়তার অপেক্ষা, তখন ছক্কা হেঁকে দলের জয় নিশ্চিত করেন রোহিত শর্মা।
এ জয়ের সুবাদে চার ম্যাচে তিন জয়ে মুম্বাইয়ের অর্জন ৬ পয়েন্ট। আর সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে পুনের খাতায় আছে ৪ পয়েন্ট
শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ১৭ রান তুলতেই চারটি উইকেটের পতন। রবিন উথাপ্পার ৪৫ রানের ইনিংসের পরও ১৭.২ ওভারে পুনের ইনিংস গুটিয়ে যায় ১১৮ রানে। লক্ষ্যটা সহজ হলেও শেষ বল পর্যন্ত লড়তে হয় মুম্বাইকে। শেষ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১ রান। ম্যাচে যখন নাটকীয়তার অপেক্ষা, তখন ছক্কা হেঁকে দলের জয় নিশ্চিত করেন রোহিত শর্মা।
এ জয়ের সুবাদে চার ম্যাচে তিন জয়ে মুম্বাইয়ের অর্জন ৬ পয়েন্ট। আর সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে পুনের খাতায় আছে ৪ পয়েন্ট
No comments