ইয়েমেনে নতুন রাজনৈতিক দল গঠন
ইয়েমেনে ক্ষমতাসীন দলের সাবেক কয়েকজন আইনপ্রণেতা দেশের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। নতুন দলে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সরকারের সাবেক তিন মন্ত্রীও আছেন।
নব গঠিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লক দলে সালেহ সরকারের সাবেক পর্যটন, মানবাধিকার ও পরিবহনমন্ত্রী যোগ দিয়েছেন।
নব গঠিত দলটি সরকারবিরোধীদের ওপর সালেহ সরকারের নির্যাতন-নিপীড়নের তীব্র বিরোধিতা করেছে। তারা প্রেসিডেন্ট সালেহের ৩২ বছরের শাসনেরও অবসান দাবি করেছে।
দলটির নেতা মোহাম্মদ আবু লাহুম গতকাল মঙ্গলবার বলেন, ‘আমরা এ যুব বিপ্লবকে সমর্থন করি। আমরা এর সঙ্গে আছি।’
এদিকে গতকালও দেশটিতে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
নব গঠিত জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লক দলে সালেহ সরকারের সাবেক পর্যটন, মানবাধিকার ও পরিবহনমন্ত্রী যোগ দিয়েছেন।
নব গঠিত দলটি সরকারবিরোধীদের ওপর সালেহ সরকারের নির্যাতন-নিপীড়নের তীব্র বিরোধিতা করেছে। তারা প্রেসিডেন্ট সালেহের ৩২ বছরের শাসনেরও অবসান দাবি করেছে।
দলটির নেতা মোহাম্মদ আবু লাহুম গতকাল মঙ্গলবার বলেন, ‘আমরা এ যুব বিপ্লবকে সমর্থন করি। আমরা এর সঙ্গে আছি।’
এদিকে গতকালও দেশটিতে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
No comments