ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জনের মৃত্যু
ভারতের অরুণাচল প্রদেশে গতকাল মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ আরোহী গুরুতর আহত হয়েছে।
রাজ্য পুলিশের মহাপরিদর্শক এস বি সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, বেসরকারি সংস্থা পবন হংস হেলিকপ্টার লিমিটেডের ওই হেলিকপ্টারটি চীন সীমান্তের কাছে তাওয়াং অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে ১৮ জন নিহত হয়েছে এবং পাঁচজন মারাত্মকভাবে পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ক্রুও আছেন।
এস বি সিং আরও জানান, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে পাঁচ ক্রুসহ ২৩ জন আরোহী ছিল। তাদের মধ্যে দুটি শিশু ছিল। তবে শিশুদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
পবন হংসের হেলিকপ্টারগুলো প্রতিদিনই গুয়াহাটি ও তাওয়াংয়ের মধ্যে চলাচল করে থাকে। এ ছাড়া অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য এলাকাতেও হেলিকপ্টারগুলো চলাচল করে থাকে।
রাজ্য পুলিশের মহাপরিদর্শক এস বি সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, বেসরকারি সংস্থা পবন হংস হেলিকপ্টার লিমিটেডের ওই হেলিকপ্টারটি চীন সীমান্তের কাছে তাওয়াং অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে ১৮ জন নিহত হয়েছে এবং পাঁচজন মারাত্মকভাবে পুড়ে গেছে। পুড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ক্রুও আছেন।
এস বি সিং আরও জানান, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে পাঁচ ক্রুসহ ২৩ জন আরোহী ছিল। তাদের মধ্যে দুটি শিশু ছিল। তবে শিশুদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
পবন হংসের হেলিকপ্টারগুলো প্রতিদিনই গুয়াহাটি ও তাওয়াংয়ের মধ্যে চলাচল করে থাকে। এ ছাড়া অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য এলাকাতেও হেলিকপ্টারগুলো চলাচল করে থাকে।
No comments