পাকিস্তানকে ভিভিআইপি নিরাপত্তা
প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা এখনো তেতো হয়েই আছে। তার পরও এ মাসের শেষে ভারতে শুরু হতে যাওয়া হকি বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। হকি বিশ্বকাপের সবচেয়ে সফল দল, চারবারের চ্যাম্পিয়ন দেশটি আজ ভারতের উদ্দেশে রওনা দেবে। ‘শান্তির বারতা’ নিয়েই পাকিস্তানের হকি দল ভারতে যাবে বলে জানিয়েছেন পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) কর্মকর্তারা।
২৮ ফেব্রুয়ারি ভারতে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে হকি বিশ্বকাপের আসর। সর্বশেষ ১৯৮২ বিশ্বকাপটা হয়েছিল ভারতে। সেবার পাকিস্তানই চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বাদশ বিশ্বকাপের এই আসরে অংশ নিচ্ছে ১২টি দল। তাতে পাকিস্তান খেলবে কি না, এ নিয়ে একটা সংশয় ছিল। ভারতের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর দিল্লির পাকিস্তান হাইকমিশন দিয়েছে সবুজ সংকেত। এর পরই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে যাবে তারা।
পিএইচএফের সচিব আসিফ বাজওয়া জানিয়েছেন, ‘ভারত আশ্বস্ত করেছে, আমাদের দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে, যেটি সাধারণত দেওয়া হয় কোনো দেশের সফররত রাষ্ট্রপ্রধানকে। দিল্লি পুলিশের প্রধান নিজে ব্যক্তিগতভাবে আমাদের আশ্বস্ত করেছেন।’
২৮ ফেব্রুয়ারি ভারতে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে হকি বিশ্বকাপের আসর। সর্বশেষ ১৯৮২ বিশ্বকাপটা হয়েছিল ভারতে। সেবার পাকিস্তানই চ্যাম্পিয়ন হয়েছিল। দ্বাদশ বিশ্বকাপের এই আসরে অংশ নিচ্ছে ১২টি দল। তাতে পাকিস্তান খেলবে কি না, এ নিয়ে একটা সংশয় ছিল। ভারতের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর দিল্লির পাকিস্তান হাইকমিশন দিয়েছে সবুজ সংকেত। এর পরই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে যাবে তারা।
পিএইচএফের সচিব আসিফ বাজওয়া জানিয়েছেন, ‘ভারত আশ্বস্ত করেছে, আমাদের দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে, যেটি সাধারণত দেওয়া হয় কোনো দেশের সফররত রাষ্ট্রপ্রধানকে। দিল্লি পুলিশের প্রধান নিজে ব্যক্তিগতভাবে আমাদের আশ্বস্ত করেছেন।’
No comments