পোলার্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়
ডেভন স্মিথের সেঞ্চুরি, এরপর পোলার্ড ‘ঝড়’। দুইয়ে মিলে ওয়েস্ট ইন্ডিজের ২৭৫ রান। জবাবে বাধা হয়ে দাঁড়ালেও আয়ারল্যান্ডের হার ঠেকাতে পারেননি এড জয়েস ও গ্যারি উইলসন। মোহালিতে ওয়েস্ট ইন্ডিজের জয় ৪৪ রানের।
ওয়েস্ট ইন্ডিজের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তবে সফল বলতে কেবল স্মিথ ও পোলার্ড। সাজঘরে ফেরার আগে স্মিথ খেলেন ১০৭ রানের ইনিংস। ব্যাটে ঝড় তুলে ৫৫ বলে ৯৪ রান করেন কাইরন পোলার্ড। এ পথে রয়েছে আটটি চার ও পাঁচটি ছয়ের মার! কেভিন ও’ব্রায়েন শিকার করেন চারটি উইকেট।
স্মিথ-পোলার্ডকে পাল্টা জবাব দেন এড জয়েস ও গ্যারি উইলসন। সেঞ্চুরি পাননি কেউ। সাজঘরে ফেরার আগে জয়েস ৮৪ ও উইলসন ৬১ রান করেন। তবে বাকিদের ব্যর্থতায় এক ওভার বাকি থাকতেই ২৩১ রানে অলআউট আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুলিমান বেন চারটি ও ড্যারেন স্যামি তিনটি উইকেট শিকার করেন।
ওয়েস্ট ইন্ডিজের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। তবে সফল বলতে কেবল স্মিথ ও পোলার্ড। সাজঘরে ফেরার আগে স্মিথ খেলেন ১০৭ রানের ইনিংস। ব্যাটে ঝড় তুলে ৫৫ বলে ৯৪ রান করেন কাইরন পোলার্ড। এ পথে রয়েছে আটটি চার ও পাঁচটি ছয়ের মার! কেভিন ও’ব্রায়েন শিকার করেন চারটি উইকেট।
স্মিথ-পোলার্ডকে পাল্টা জবাব দেন এড জয়েস ও গ্যারি উইলসন। সেঞ্চুরি পাননি কেউ। সাজঘরে ফেরার আগে জয়েস ৮৪ ও উইলসন ৬১ রান করেন। তবে বাকিদের ব্যর্থতায় এক ওভার বাকি থাকতেই ২৩১ রানে অলআউট আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুলিমান বেন চারটি ও ড্যারেন স্যামি তিনটি উইকেট শিকার করেন।
No comments