এন্ডা কেনি হচ্ছেন আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
মধ্য ডানপন্থী ফিনে গোয়েল দলের নেতা এন্ডা কেনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন। গতকাল বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নতুন পার্লামেন্টে এ নিয়ে ভোটাভুটিতে কেনি ১৬৬ ভোটের মধ্যে ১১৩ ভোট পান। গত মাসে সে দেশের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ফিয়ানা ফেল পার্টি বড় ব্যবধানে পরাজিত হয়।
কেনির ফিনে গোয়েল এবং মধ্য বামপন্থী লেবার পার্টি দেশটিতে নতুন সরকার গঠন করবে। ধারণা করা হচ্ছে, নতুন মন্ত্রিপরিষদে ১০ জন ফিনে গোয়েল এবং লেবার পার্টির পাঁচজন সদস্য থাকবেন।
সাধারণ নির্বাচনের তিন মাস আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ নেয় আয়ারল্যান্ড। এই ঋণসংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য আগামীকাল শুক্রবার ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এন্ডা কেনি।
এদিকে গত মঙ্গলবার ডাবলিনে বিদায়ী মন্ত্রিপরিষদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
কেনির ফিনে গোয়েল এবং মধ্য বামপন্থী লেবার পার্টি দেশটিতে নতুন সরকার গঠন করবে। ধারণা করা হচ্ছে, নতুন মন্ত্রিপরিষদে ১০ জন ফিনে গোয়েল এবং লেবার পার্টির পাঁচজন সদস্য থাকবেন।
সাধারণ নির্বাচনের তিন মাস আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ নেয় আয়ারল্যান্ড। এই ঋণসংক্রান্ত ব্যাপারে আলোচনার জন্য আগামীকাল শুক্রবার ইইউর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এন্ডা কেনি।
এদিকে গত মঙ্গলবার ডাবলিনে বিদায়ী মন্ত্রিপরিষদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
No comments