ফ্যাব্রিগাসের ভয়
‘কী করা উচিত’ সেটি জানতে সেস ফ্যাব্রিগাসের উচিত ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পরামর্শ করা। ২০০৮ সালে রোনালদোকে ঘিরেও এমন অনেক শোরগোল হয়েছে। ফ্যাব্রিগাসের বার্সেলোনায় ফেরা নিয়ে এবার যেটা হলো। তখন আশঙ্কা করা হয়েছিল, রোনালদো ম্যানইউর অনুশীলনে ফিরলে সমর্থকেরা দুয়ো দেবে। একই আশঙ্কা আর্সেনাল অধিনায়কেরও।
বার্সায় অন্তত এই মৌসুমে ফেরা হচ্ছে না। শিগগিরই বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষ করে আর্সেনালের অনুশীলনে যোগ দেবেন ফ্যাব্রিগাস। এই মিডফিল্ডারকে কীভাবে আর্সেনাল সমর্থকেরা বরণ করে নেয়, সেটাই এখন দেখার।
দিদিয়ের দ্রগবাও চেলসিতেই থেকে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটি হাত বাড়িয়েছে। দ্রগবাও মুখের ওপর ‘না’ বলেননি। তবে চেলসি জানিয়েছে, এই মৌসুমে কোনো তারকা ফুটবলার বিক্রি তারা করবে না।
এসি মিলান এই মৌসুমে আর খেলোয়াড় কিনবে না। তাই ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোর সেভিয়া থেকে মিলানে যাওয়ার খবরটিকে স্রেফ গুঞ্জন বলেই ধরে নিতে হচ্ছে। আর স্টুটগার্ট থেকে স্যামি খেদিরাকে প্রায় কিনেই ফেলেছে রিয়াল মাদ্রিদ।
বার্সায় অন্তত এই মৌসুমে ফেরা হচ্ছে না। শিগগিরই বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষ করে আর্সেনালের অনুশীলনে যোগ দেবেন ফ্যাব্রিগাস। এই মিডফিল্ডারকে কীভাবে আর্সেনাল সমর্থকেরা বরণ করে নেয়, সেটাই এখন দেখার।
দিদিয়ের দ্রগবাও চেলসিতেই থেকে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটি হাত বাড়িয়েছে। দ্রগবাও মুখের ওপর ‘না’ বলেননি। তবে চেলসি জানিয়েছে, এই মৌসুমে কোনো তারকা ফুটবলার বিক্রি তারা করবে না।
এসি মিলান এই মৌসুমে আর খেলোয়াড় কিনবে না। তাই ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানোর সেভিয়া থেকে মিলানে যাওয়ার খবরটিকে স্রেফ গুঞ্জন বলেই ধরে নিতে হচ্ছে। আর স্টুটগার্ট থেকে স্যামি খেদিরাকে প্রায় কিনেই ফেলেছে রিয়াল মাদ্রিদ।
No comments