চট্টগ্রামে জিতল ফেনী সকার
ঘরের মাঠে আবারও হারল চট্টগ্রাম মোহামেডান। এবার তাদের হারিয়ে গেল ফেনী সকার (০-২)। ৯ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট—বাংলাদেশ লিগে এবার টিকে থাকাই কঠিন চট্টগ্রাম মোহামেডান। সকারের অবস্থান বেশ ভালো, সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন তাদের অবস্থান চতুর্থ।
এম এ আজিজ স্টেডিয়ামে দুই দলই এলোমেলো ফুটবল খেলেছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে ছবিটা পাল্টে যায়। ফেনী সকার গোছানো ফুটবল খেলতে শুরু করে এবং গোলও পেয়ে যায়। ৫৮ মিনিটে আসে প্রথম গোল, যেটির উত্স ছিল কর্নার। মিন্টুর জোরালো শটে পরাস্ত মোহামেডানের গোলরক্ষক উত্তম।
৭৬ মিনিটে হলো ২-০, বক্সের বাইরে থেকে আচমকা শটে গোল করেন আসিফ। ব্যবধান করানোর সুযোগ এসেছিল চট্টগ্রাম মোহামেডানের লিংকনের সামনে, কিন্তু গোল তিনি করতে পারেননি। বাধা হয়ে দাঁড়ান সকারের গোলরক্ষক তুয়ান।
আজকের খেলা: ফরাশগঞ্জ-শুকতারা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, পাঁচটা)।
এম এ আজিজ স্টেডিয়ামে দুই দলই এলোমেলো ফুটবল খেলেছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে ছবিটা পাল্টে যায়। ফেনী সকার গোছানো ফুটবল খেলতে শুরু করে এবং গোলও পেয়ে যায়। ৫৮ মিনিটে আসে প্রথম গোল, যেটির উত্স ছিল কর্নার। মিন্টুর জোরালো শটে পরাস্ত মোহামেডানের গোলরক্ষক উত্তম।
৭৬ মিনিটে হলো ২-০, বক্সের বাইরে থেকে আচমকা শটে গোল করেন আসিফ। ব্যবধান করানোর সুযোগ এসেছিল চট্টগ্রাম মোহামেডানের লিংকনের সামনে, কিন্তু গোল তিনি করতে পারেননি। বাধা হয়ে দাঁড়ান সকারের গোলরক্ষক তুয়ান।
আজকের খেলা: ফরাশগঞ্জ-শুকতারা (বঙ্গবন্ধু স্টেডিয়াম, পাঁচটা)।
No comments