সংগীতের তালে প্রীতি ম্যাচ
বাফুফে ও ইউরোপিয়ান ইউনিয়ন একাদশ কাল একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ম্যাচের আগে ঝুমুর নাচ, সাঁওতাল নাচ ও লোকসংগীত গেয়ে ‘অতিথি’দের বাফুফের পক্ষে স্বাগত জানায় স্পন্দন শিল্পীগোষ্ঠী।
ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা নিছকই বিনোদন পেতে এই ম্যাচ খেলেছেন। তবে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্রোয়েন বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বন্ধুত্ব গড়ার একটা সুযোগ এনে দিয়েছে এই ম্যাচ। ভবিষ্যতেও এমন ম্যাচ খেলবে দুই পক্ষ। তবে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। সেটা তাদের কাজও নয়।
প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া বাফুফে একাদশ জিতেছে ৩-১ গোলে। বাফুফের পক্ষে দুই গোল করেছেন শেখ মোহাম্মদ আসলাম।
ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও কর্মকর্তারা নিছকই বিনোদন পেতে এই ম্যাচ খেলেছেন। তবে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্রোয়েন বলেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বন্ধুত্ব গড়ার একটা সুযোগ এনে দিয়েছে এই ম্যাচ। ভবিষ্যতেও এমন ম্যাচ খেলবে দুই পক্ষ। তবে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। সেটা তাদের কাজও নয়।
প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া বাফুফে একাদশ জিতেছে ৩-১ গোলে। বাফুফের পক্ষে দুই গোল করেছেন শেখ মোহাম্মদ আসলাম।
No comments